বোলপুর, 21 মার্চ:বীরভূমের বোলপুরে অমর্ত্য সেনের পারিবারিক ভিটেমাটি অর্থাৎ 'প্রতীচী' ও তার সঙ্গে থাকা জমির রেকর্ড সংক্রান্ত নথি (Property Documents of Amartya Sen) নোবেলজয়ী অর্থনীতিবিদের বাড়িতে পৌঁছে দিলেন প্রশাসনের প্রতিনিধিরা ৷ মঙ্গলবার প্রতীচীতে আসেন বোলপুর ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক শ্যামল সেন ৷ তিনি সংশ্লিষ্ট নথিপত্র তুলে দেন অমর্ত্যের প্রতিনিধি গীতকণ্ঠ মজুমদারের হাতে ৷
উল্লেখ্য, 1943 সালে বিশ্বভারতীর কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ জমি 99 বছরের জন্য ইজারা পেয়েছিলেন অমর্ত্যের বাবা প্রয়াত আশুতোষ সেন ৷ সম্প্রতি বিশ্বভারতীর পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, সেন পরিবারের সদস্যরা অতিরিক্ত 13 ডেসিমেল জমি দখল করে রেখেছেন ৷ বিষয়টি নিয়ে প্রশাসনের তরফে দু'দিনের শুনানি করা হয় ৷ সেই শুনানিতে বিশ্বভারতীর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন ৷
রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, যে 1.38 একর জমিতে প্রতীচী রয়েছে, তার পুরোটাই ইতিমধ্যে অমর্ত্য সেনের নামে নথিভুক্ত করে দেওয়া হয়েছে ৷ আগে তাঁর বাবা ছিলেন ওই জমির ইজারাদার ৷ তিনি একটি উইল করে গিয়েছিলেন ৷ সেই অনুসারে, আশুতোষের অবর্তমানে প্রথমে সংশ্লিষ্ট জমিটি তাঁর স্ত্রী অমিতা সেনের নামে রেকর্ড করা হয় ৷ অমিতার মৃত্যুর পর সেই রেকর্ড সংশোধন করে ঢোকানো হয় অমর্ত্য সেনের নাম ৷ উত্তরাধিকার সূত্রে অমর্ত্য সেন এই জমির ইজারাদার হয়েছেন ৷