পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Dec 13, 2022, 4:32 PM IST

ETV Bharat / state

Lalan Sheikh Death: 50 লক্ষ ঘুষ না দেওয়াতেই লালনকে খুন, সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ স্ত্রীর

সোমবার সন্ধ্যায় বীরভূমের রামপুরহাটে সিবিআইয়ের (CBI) ক্যাম্পের শৌচাগারে উদ্ধার হয় বগটুই কাণ্ডে (Bogtui Massacre) মূল অভিযুক্ত লালন শেখের মৃতদেহ (Lalan Shiekh Death) ৷ এই নিয়ে সিবিআইয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন লালনের স্ত্রী রেশমা বিবি ৷ তাঁর দাবি, 50 লক্ষ ঘুষ না দেওয়াতেই লালনকে খুন করেছে সিবিআই ৷

lalan-sheikh-wife-accuses-cbi-officers-of-demanding-bribe
Lalan Sheikh Death: 50 লক্ষ ঘুষ না দেওয়াতেই লালনকে খুন, সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ স্ত্রীর

কলকাতা, 13 ডিসেম্বর: সিবিআই (CBI) হেফাজতে রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে বগটুই কাণ্ডের (Bogtui Massacre) প্রধান অভিযুক্ত লালন শেখের (Lalan Shiekh Death) ৷ তাঁর স্ত্রী রেশমা বিবি সিবিআইয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন ৷ তাঁর দাবি, তাঁর কাছে ঘুষ চেয়েছে সিবিআই ৷ তাঁর অভিযোগের তির কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরোর তিন অফিসারের বিরুদ্ধে ।

এই নিয়ে বীরভূমের রামপুরহাট থানায় দায়ের করা একটি এফআইআর দায়ের হয়েছে ৷ ওই অভিযোগপত্রে রেশমা বিবি দাবি করেছেন যে তিনজন সিবিআই অফিসার - বিলাস, ভাস্কর এবং রাহুল তাঁর কাছে তাঁদের বাড়ির সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক দাবি করেছিলেন ৷ না হলে 50 লক্ষ টাকা দিতে বলা হয়েছিল ৷ টাকা দিলে এই ঘটনা থেকে তাঁদের বাঁচিয়ে দেওয়া হবে বলে ওই তিনজন জানিয়েছিলেন বলে এফআইআরে দাবি করেছেন রেশমা বিবি ৷

তিনি তিনজন অফিসারের বিরুদ্ধে তাঁর স্বামীকে সিবিআই হেফাজতে থাকার সময় মারাত্মকভাবে মারধর করার অভিযোগও করেছেন । রেশমা বিবি সাংবাদিকদের বলেন, "যদি আমার স্বামী আত্মহত্যা করে থাকেন, তাহলে তাঁর জামাকাপড় কোথায় ছিল ? আসলে, সিবিআই বুঝতে পেরেছিল যে আমার স্বামী যথাসময়ে আদালত থেকে মুক্ত হতেন এবং তাই তারা তাঁকে খুন করেছেন ৷" বীরভূম জেলা পুলিশ একটি মামলা নথিভুক্ত করে এই বিষয়ে তদন্ত শুরু করেছে ৷

এদিকে, মঙ্গলবার বীরভূমের রামপুরহাটে সিবিআই ক্যাম্প অফিসের সামনে স্থানীয় লোকেরা ধারাবাহিকভাবে বিক্ষোভ করে ৷ ওই ক্যাম্পেই সোমবার লালনের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ সেখানে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী ৷ তাদের সঙ্গেও বচসা হয় বিক্ষোভকারীদের ৷ ঘটনাস্থলে জেলা পুলিশও ৷

শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশাল পুলিশ বাহিনীও ঘটনাস্থলে ছুটে যায় । অন্যদিকে সিবিআইয়ের একজন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল-সহ সিবিআই অফিসাররা কার্যত ক্যাম্প অফিসে তালাবন্দি হয়ে পড়েন । এজেন্সির দুই আধিকারিক স্থানীয় আদালতে তাঁদের নির্ধারিত কাজেও যেতে পারেননি ৷

এছাড়া এই ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের (Judicial Inquiry) আর্জি জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে । আর্জি জানানো হয়েছে, লালন শেখের মৃত্যুর বিচারবিভাগীয় তদন্ত হোক হাইকোর্টের বর্তমান বিচারপতির নজরদারিতে । মঙ্গলবার জনস্বার্থ মামলা (PIL) দায়ের করার আবেদন করা হয়েছে । মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফে । আগামিকাল শুনানির সম্ভাবনা রয়েছে ।

আরও পড়ুন:লালন শেখের মৃত্যুতে বিচারবিভাগীয় তদন্তের আর্জি কলকাতা হাইকোর্টে

ABOUT THE AUTHOR

...view details