পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Lalan Sheikh Death: সিবিআই ও বীরভূমের ডিএম-এসপি-র থেকে লালনের মৃত্যুর রিপোর্ট তলব এনএইচআরসি-র

সিবিআই এবং বীরভূমের পুলিশ সুপার ও জেলাশাসকের থেকে লালন শেখের মৃত্যুর (Lalan Sheikh Death) ঘটনার রিপোর্ট তলব করল জাতীয় মানবাধিকার কমিশন (NHRC Seeks Report)৷

Lalan Sheikh ETV Bharat
লালন শেখ

By

Published : Dec 29, 2022, 12:25 PM IST

কলকাতা, 29 ডিসেম্বর:সিবিআই হেফাজতে লালন শেখের রহস্যজনক মৃত্যুর (Lalan Sheikh Death) ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, জেলাশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে বিশদ রিপোর্ট চাইল জাতীয় মানবাধিকার কমিশন (NHRC Seeks Report)। চলতি বছরের মার্চ মাসে বগটুই হত্যাকাণ্ডে অভিযুক্ত লালন শেখ গত 12 ডিসেম্বর সিবিআই হেফাজতে মারা যান । এনএইচআরসি তাঁর দেহের ময়নাতদন্ত ও লালনের রহস্যজনক মৃত্যুর ঘটনার তদন্তের সবিস্তার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে (National Human Rights Commission)৷

ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুসারে, লালনের শ্বাসরোধ হওয়ার কারণ ফাঁসিই ছিল এবং সেই কারণেই তাঁর মৃত্যু হয়েছে ৷ রিপোর্টে লালন শেখের শরীরের উপরিভাগের আঘাতের কথাও উল্লেখ করা হয়েছে । এ দিকে, তদন্তে জানা গিয়েছে যে, বীরভূম জেলার রামপুরহাটে সিবিআই-এর ক্যাম্প অফিসের যে শৌচালয় থেকে লালন শেখের দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে, সেখানকার শাওয়ারের শেষ প্রান্ত মেঝে থেকে প্রায় 6 ফিট উঁচুতে ৷ আর লালনের উচ্চতা ছিল 5.5 ফিট । গলায় 'গামছা' বাঁধা তাঁর দেহটি আংশিকভাবে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় । তাঁর দেহের কাছে থেকে একটি প্লাস্টিকের টুলও উদ্ধার করা হয়েছে ৷

সিবিআই এই ঘটনাকে আত্মহত্যা বলে দাবি করলেও, লালন শেখের স্ত্রী রেশমা বিবি সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ এনে জেলা পুলিশের কাছে এফআইআর দায়ের করেছেন ৷ তার ভিত্তিতে সিআইডি এই বিষয়ে তদন্ত শুরু করেছে ৷ সিবিআই এফআইআরকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ৷ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তদন্তকারী আধিকারিক সুশান্ত ভট্টাচার্যের নাম এফআইআর-এ উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে ৷ এই আধিকারিক গরু-পাচার কেলেঙ্কারির তদন্তেও যুক্ত ৷ বগটুই হত্যাকাণ্ডের তদন্তকারী পৃথক কেন্দ্রীয় এজেন্সি দলের সঙ্গে এই ঘটনার কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছে সিবিআই ।

আরও পড়ুন:দিদি আপনিই প্রথম এলেন, শতাব্দীকে কাছে পেয়ে বললেন লালনের স্ত্রী

লালন শেখের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবি উঠেছিল । রাজ্যের কোনও কেন্দ্রীয় সরকার পরিচালিত হাসপাতালে ফের ময়নাতদন্তের দাবি উঠলেও লালনের স্ত্রীর আপত্তির কারণে তা আর হয়নি ৷ 23 ডিসেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের সিঙ্গল বেঞ্চ সিআইডি-র তদন্তের ধরন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ৷

উল্লেখ্য, গত মার্চ মাসে রামপুরহাটের বগটুই গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে পলাতক ছিলেন অভিযুক্ত লালন শেখ ৷ প্রায় আট মাস পর গত 3 ডিসেম্বর তাঁকে গ্রেফতার করে সিবিআই ৷ আদালতের নির্দেশে রামপুরহাটে অবস্থিত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অস্থায়ী শিবিরে লালনকে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে সিবিআই হেফাজতেই মৃত্যু হয় লালন শেখের ৷

ABOUT THE AUTHOR

...view details