পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শান্তিনিকেতন থানার মহিলা OC-কে ধাক্কা, গ্রেপ্তার বিশ্বভারতীর কর্মী - Oc

গতকাল বোলপুরের চিত্রা মোড়ে কোরোনা ভাইরাস সাজিয়ে মানুষকে সচেতন করছিলেন পুলিশকর্মীরা ৷ ছিলেন শান্তিনিকেতন থানার OC কস্তুরি মুখোপাধ্যায় । সেই সময় গাড়িতে করে আসছিলেন এক ব্যক্তি । কোথা থেকে আসছে জানতে চাওয়া হলে সে ধাক্কা মারে মহিলা ওই পুলিশকর্মীকে । ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তাকে ।

ছবি
ছবি

By

Published : Apr 12, 2020, 11:25 AM IST

Updated : Apr 12, 2020, 1:28 PM IST

বোলপুর, 12 এপ্রিল : কোরোনা ভাইরাস নিয়ে সচেতনতামূলক প্রচারের সময় এক মহিলা পুলিশকর্মীকে ধাক্কা মারে এক ব্যক্তি । অভিযুক্ত সুমন্ত পালকে পুলিশ গ্রেপ্তার করেছে ৷ ধৃত ব্যক্তি বিশ্বভারতীর কর্মী ।

কোরোনা সংক্রমণ রুখতে চলছে লকডাউন । এই লকডাউনে মানুষ যাতে অযথা বাইরে না বের হন তার জন্য সচেতন করছে পুলিশ প্রশাসন । সেইমতো গতকাল বোলপুরের চিত্রা মোড়ে মানুষকে সচেতন করছিলেন পুলিশকর্মীরা ৷ ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বোলপুর) শিবপ্রসাদ পাত্র, বোলপুরের IC সুমন্ত বিশ্বাস, OC (শান্তিনিকেতন) কস্তুরি মুখোপাধ্যায় ।

তখনই একটি চারচাকার গাড়ি করে আসছিল অভিযুক্ত ওই ব্যক্তি । কোথায় থেকে আসছে, পুলিশ তা জিজ্ঞাসা করতেই শান্তিনিকেতন থানার মহিলা ওই পুলিশকর্মীকে ধাক্কা মারে সুমন্ত পাল ৷ তৎক্ষণাত পুলিশ তাকে গ্রেপ্তার করে।

Last Updated : Apr 12, 2020, 1:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details