বোলপুর, 2 অক্টোবর: নার্সিংহোমে সদ্যোজাত পাচারচক্রের রমরমার অভিযোগ উঠল বীরভূমের বোলপুরে । স্থানীয় আদ্যাশক্তি নার্সিংহোমের অপারেশন থিয়েটারের দুই টেকনিসিয়ান-সহ আটজনকে গ্রেফতার করল লাভপুর থানার পুলিশ । মাত্র 20 হাজার টাকায় সদ্যোজাতকে বিক্রি করে দেওয়ার অভিযোগ ধরা পড়ে পাচারকারীরা ৷ বোলপুরের আদ্যাশক্তি নার্সিংহোম থেকে এভাবেই প্রায়ই শিশু পাচার চলে বলে জানা গিয়েছে, পুলিশ সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে ৷
বীরভূমের লাভপুরের বাসিন্দা আজমিরা বিবি নামে এক প্রসূতিকে গত 20 সেপ্টেম্বর বোলপুর মহকুমা হাসপাতালের সন্নিকটে আদ্যাশক্তি নার্সিংহোমে ভরতি করা হয়েছিল ৷ সেই দিনই তিনি এক শিশুর জন্ম দেন । পুলিশ সূত্রে জানা গিয়েছে, অপারেশন থিয়েটার থেকেই ওই সদ্যোজাতকে মাত্র 20 হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয় । লাভপুরের কীর্ণাহারে বিক্রি করা হয় ওই সদ্যোজাতকে । পরে ফের 75 হাজার টাকায় ওই সদ্যোজাতকে অন্যত্র বিক্রি করা হয় ৷
বিষয়টি সূত্র মারফৎ জানতে পেরে তদন্তে নামে লাভপুর থানার পুলিশ । ঘটনায় আটজনকে গ্রেফতার করা হয়েছে । তাদের মধ্যে দু’জন হেমন্ত মাজি ও সরূপ দাঁ আদ্যাশক্তি নার্সিংহোমের অপারেশন থিয়েটারের টেকনিসিয়ান ৷ সদ্যোজাতর মা আজমিরা বিবিওকেও গ্রেফতার করেছে পুলিশ । এছাড়া গ্রেফতার করা হয়েছে মধুমিতা মণ্ডল, সুজিত মণ্ডল, হাবল মাজি, শেখ কাফি, শেখ মোজাম্মেল হক ও জয়ন্ত মাজিকে । প্রত্যেকের বিরুদ্ধেই শিশুপাচার চক্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে ৷