রামপুরহাট, 5 অগস্ট: দু’বছর বন্ধ থাকার কৌশিকী অমাবস্যায় খোলা থাকবে তারাপীঠ মন্দিরের (After 2 Years Tarapith Temple Are Open for Pilgrims) দরজা ৷ ফলে পুণ্যার্থীরা এ বার ওইদিন মন্দিরে পুজো দিতে পারবেন ৷ বৃহস্পতিবার রামপুরহাট মহকুমা শাসকের অফিসে কৌশিকী অমাবস্যার (Kaushik Amavasya 2022) পুজো নিয়ে বৈঠক হয় ৷ যেখানে ভক্তদের প্রবেশাধিকার থাকলেও, বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে ৷ মনে করা হচ্ছে, এ বছর প্রায় 5 লক্ষ ভক্ত তারাপীঠের মন্দিরে কৌশিকী অমাবস্যায় পুজো দিতে আসবেন ৷ 25 অগস্ট সকাল থেকে 26 অগস্ট পর্যন্ত কৌশিকী অমাবস্যার তিথি থাকবে বলে জানানো হয়েছে মন্দির কমিটির তরফে ৷
কথিত আছে, মহিষাসুর বধের পর শুম্ভ-নিশুম্ভের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন স্বর্গের দেবতারা ৷ শেষে দেবতারা মহামায়ার তপস্যা শুরু করেন ৷ সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী নিজের কোষ থেকে আলোক জ্যোতি বিচ্ছুরিত করে দেবী রূপে আবির্ভূত হন ৷ নিজের কোষ থেকে বের হওয়ার জন্য দেবী কৌশিকী নামে পরিচিত ৷ তার পর কালী রূপ ধারণ করেন ৷ আবার শোনা যায়, কৌশিকী অমাবস্যার দিন তারাপীঠ মহাশ্মশানের শ্বেত শিমুল গাছের তলায় সাধক বামাক্ষ্যাপা সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন ৷ ফলে ওইদিন তারাপীঠে দেবীর পুজো দিলে এবং তারকা নদীতে স্নান করলে পুণ্য লাভ হয় এবং কুম্ভ স্নান হয় ৷
করোনার কারণে গত দু’বছর কৌশিকী অমাবস্যায় তারাপীঠের দরজা ভক্তদের জন্য বন্ধ ছিল ৷ তবে, এ বার মন্দিরের দরজা সাধারণ ভক্তদের জন্য খোলা থাকবে ৷ দু’বছর বন্ধ থাকার কারণে, এ বার কৌশিকী অমাবস্যায় পুণ্যার্থীদের সংখ্যা প্রায় 5 লক্ষ ছাড়িয়ে যাবে বলে মনে করছে স্থানীয় প্রশাসন ৷ তাই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে রামপুরহাট মহকুমা শাসকের দফতর ৷