পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kali Puja 2023: মা তারার বড় দিদি, কালীপুজোতে ঝাড়খণ্ডের মৌলিক্ষা মন্দিরে ভক্তদের ঢল নামে - মৌলিক্ষা দেবীর মন্দির

Malooti Mouliksha Mandir: কথিত আছে, সাধক বামদেব মৌলিক্ষা দেবীর মন্দিরে প্রথম সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন । তাই মা মৌলিক্ষা দেবীকে তিনি বড়মা বলতেন এবং মা তারাকে তিনি ছোট মা ডাকতেন । কালীপুজোর দিন ঝাড়খণ্ডের এই মন্দিরে ভক্তদের ঢল নামে ৷

Malooti Mouliksha Mandir
মৌলিক্ষা দেবীর মন্দির

By ETV Bharat Bangla Team

Published : Nov 12, 2023, 3:37 PM IST

কালীপুজোতে ঝাড়খণ্ডের মৌলিক্ষা মন্দিরে ভক্তদের ঢল নামে

মলুটি(ঝাড়খণ্ড), 12 নভেম্বর: ঝাড়খণ্ডের দুমকা জেলার মলুটি গ্রামের রাজবংশ আর নেই ৷ নেই সেই চাকচিক্য, জাঁকজমক থেকে জৌলুসও ৷ কিন্তু আজও পুজোপাঠ থেকে মৌলিক্ষা মায়ের সেবা হয়ে আসছে বংশপরম্পরায় এবং রীতিনীতি মেনেই ৷ ইতিহাসবিদদের মতে, আনুমানিক 1857 সালে সাধক বামাক্ষ্যাপা মলুটি যান এবং সাধনা করে সিদ্ধিলাভ করেন । এক সময় মা তারার মন্দিরের দেখাশুনার দায়িত্ব ছিল নাটোরের রানির তত্ত্বাবধানে । সেই সময় ঝাড়খণ্ডের তৎকালীন রাজা দ্বারকা নদী পেরিয়ে তারাপীঠ মায়ের দর্শন এবং পুজো দেওয়ার জন্য আসেন । কোনও কারণ বসত মন্দিরের সেবায়েত মহারাজাকে অনেকক্ষণ বসিয়ে রাখেন । রাজা মাতারার পুজো না করেই ফিরে যান এবং মালুটি গ্রামে মৌলিক্ষা দেবীর মন্দিরে দেবীর ঘট প্রতিষ্ঠা করে তিনি পুজো শুরু করেন ।

মা তারার বড় দিদি মৌলিক্ষা

পরবর্তী সময়ে রাজা বাজ বসন্ত রায়, মলুটি গ্রামে 108টি শিব মন্দির ও মা মৌলিক্ষা মন্দিরটি স্থাপন করেন । তারাপীঠ থেকে 19 কিলোমিটার দূরত্বে বীরভূম লাগোয়া ঝাড়খণ্ডের মলুটি গ্রামের দেবী মৌলিক্ষাকে মা তারার বড় দিদি বলা হয় । কারণ হিসেবে কথিত আছে, সাধক বামদেব দু'টাকা মাস মাইনেতে মন্দিরে ফুল তোলার কাজ করতেন । সেই সময় তিনি এখানেই প্রথম সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন । তাই মা মৌলিক্ষা দেবীকে তিনি বড়মা বলতেন এবং মা তারাকে তিনি ছোটমা ডাকতেন ।

ঝাড়খণ্ডের মৌলিক্ষা মন্দির

রাজা বসন্ত রায়ের আমলে মলুটি গ্রামে গড়ে তোলা 108টি শিব মন্দির সংস্কারের অভাবে ভেঙ্গে গিয়েছে ৷ বর্তমানে সেখানে রয়েছে 72টি মন্দির । তাই মন্দির নগরীও বলা হয় মলুটি গ্রামকে । মৌলিক্ষা দেবীর পাশাপাশি দীপান্বিতা কালীপুজোয় গ্রামে রাজার বংশধরদের আটটি পরিবারের তরফের বাড়িতে আরও আটটি কালীপুজো হয়ে থাকে ।

মৌলি শব্দের অর্থ মস্তক, ইক্ষা শব্দের অর্থ দর্শন । অর্থাৎ মস্তক দর্শন । এখানে দেবীর মস্তকের প্রস্তর মূর্তির দর্শন পাওয়া যায় । কালীপুজোর সময় পশ্চিমবঙ্গ-সহ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা থেকে প্রচুর মানুষ মলুটি গ্রামে আসেন । সেই উপলক্ষে গ্রামে মেলা বসে ৷ রংবেরঙের বাজি পোড়ানো হয় ।

আরও পড়ুন:

  1. ভোগে থাকছে খিচুড়ি-লাবড়া, বাড়ির কালীপুজোর অতিথি আপ্যায়নে হাজির থাকবেন মমতা
  2. সরিষা গ্রামে 350 বছরের পুরনো কাঠে তৈরি হয় মা কালীর মূর্তি
  3. বংশপরম্পরায় মুসলিম সেবায়েতের হাতেই পুজোয় মাতে দেবী চৌধুরানী শ্মশানকালী মন্দির

ABOUT THE AUTHOR

...view details