বোলপুর, 23 অক্টোবর: শ্যামাপুজোয় বীরভূমবাসীকে শুভেচ্ছা জানাচ্ছেন জেলবন্দি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) । গরুপাচার মামলায় আসানসোল সংশোধনাগারে রয়েছেন তিনি ৷ তবুও বোলপুর শহর জুড়ে তাঁর ছবি দিয়ে পোস্টার-ব্যানারে শুভেচ্ছাবার্তা ।
শিক্ষক দুর্নীতি কাণ্ডে (Recruitment scam) গ্রেফতার হওয়ার পরেই মন্ত্রীত্ব-সহ একাধিক পদ খুইয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) । সেই জায়গায় বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে ভিন্ন পন্থা দলের ৷ জেলা সভাপতি ছাড়াও তৃণমূল-কংগ্রেসের কোর কমিটিতে রয়েছেন তিনি । এছাড়াও, রাজ্য গ্রামন্নোয়ন পর্ষদের সভাপতি ও রাজ্য স্বনির্ভর যোজনার সভাপতির পদে রয়েছেন অনুব্রত মণ্ডল ।
গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) গ্রেফতার হয়ে আপাতত জেল হেফাজতে রয়েছেন তিনি ৷ আসানসোল সংশোধনাগারে (Asansol Correctional home) ঠাঁই হয়েছে অনুব্রত মণ্ডলের । কিন্তু, এখনও পর্যন্ত সব পদেই বহাল রয়েছেন তিনি ৷ কারণ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রিয় 'কেষ্ট'র পাশেই রয়েছে দল ৷ বারবার তাঁর পক্ষেই কথা বলেছেন খোদ মুখ্যমন্ত্রী । তাই শ্যামাপুজো ও দীপাবলিতে বীরভূমবাসীকে শুভেচ্ছা জানালেন জেলবন্দি অনুব্রত।
আরও পড়ুন:অনুব্রতর জীবনী 'খেলা হবে' বইয়ের লেখককে জেরা সিবিআই-এর
বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বোলপুর শহর জুড়ে বাঁশ দিয়ে ব্যানার লাগানো গেট বানানো হয়েছে ৷ তাতে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পাশাপাশি হাত জোর করে অনুব্রত মণ্ডলের ছবি । লেখা রয়েছে, বীরভূম জেলা তৃণমূল-কংগ্রেসের পক্ষ থেকে বীরভূমবাসীকে জানাই শুভ দীপাবলির (Diwali) আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা । অর্থাৎ, এখনও পর্যন্ত দলে যে অনুব্রত আছে তা কার্যত স্পষ্ট ।