দুবরাজপুর (বীরভূম), 4 মার্চ: গান গেয়ে কাঁচা-বাদাম বিক্রি করতেন ৷ তবে টাকার বিনিময়ে নয় ৷ পুরো জিনিসপত্রের বদলে ৷ দুবরাজপুরের বাসিন্দা ভুবন বাদ্যকর সেই কাঁদা-বাদাম গানের ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয় 2021 বিধানসভা ভোটের আগে ৷ তারপর সেই গানের তালে রিল-ভিডিয়ো তৈরি হওয়া এবং ভুবন বাদ্যকারের মুম্বই যাত্রা ৷ বিখ্যাত হন ভুবন বাদ্যকর ৷ আয় করা অর্থে বাড়ি করেছিলেন ৷ কিন্তু, সেই বাড়িতে বর্তমানে থাকতে পারছেন না বিখ্যাত সেই ‘বাদাম কাকু’ ভুবন বাদ্যকর (Kacha-Badam Fame Bhuvan Badyakar Lives at Rent House) ৷
স্থানীয় ক্লাব এবং লোকজনের টাকা চাওয়ার জুলুমে গ্রাম ছেড়েছেন ভুবন বাদ্যকর ৷ বর্তমানে তিনি দুবরাজপুর শহরে একটি ভাড়া বাড়িতে থাকেন ৷ জানালেন, তাঁর গানের কপি রাইট রয়েছে ৷ তাই গান গাইতে পারেন না তিনি ৷ এক কথায় বর্তমানে বেকার তিনি ৷ কিন্তু, সেই কথা কেউ বুুঝলে তো ! আক্ষেপ ভুবনবাবুর গলায় ৷ বীরভূমের দুবরাজপুরের কুরালজুড়ি গ্রামের বাসিন্দা তিনি ৷ সেই গ্রামের লোকজনের ধারণা গান গেয়ে অনেক টাকা উপার্জন করেছেন ৷ ওই গ্রামে তাঁর চেয়ে বড়লোক কেউ নেই ৷