পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাউল গান-ভক্তদের ঢল, মকর সংক্রান্তির আবহে মুখরিত শতাব্দী প্রাচীন জয়দেব-কেন্দুলি মেলা - Joydev Kenduli Mela

Joydev Kenduli Mela 2024: মকর সংক্রান্তির দিন থেকে বীরভূমে শুরু হয়ে গেল শতাব্দী প্রাচীন জয়দেব-কেন্দুলি মেলা ৷ ভোর থেকে অজয় নদের তীরে পুণ্যস্নান সারেন পুণ্যার্থীরা ।

Joydev Kenduli Mela
জয়দেব কেন্দুলি মেলা

By ETV Bharat Bangla Team

Published : Jan 15, 2024, 6:21 PM IST

মকর সংক্রান্তিতে শুরু শতাব্দী প্রাচীন জয়দেব-কেন্দুলি মেলা

জয়দেব (বীরভূম), 15 জানুয়ারি: শুরু হয়ে গেল প্রায় 400 বছরের প্রাচীন কেন্দুলির জয়দেবের মেলা ৷ প্রতি বছরই বীরভূমের অজয় নদের ধারে জয়দেব-কেন্দুলি মেলাকে কেন্দ্র করে অসংখ্য পুণ্যার্থী ভিড় জমান । প্রথা অনুযায়ী, মকর সংক্রান্তির দিন অজয় নদের তীরে পুণ্যস্নান সারেন পুণ্যার্থীরা । অন্যদিকে সকাল থেকে ঐতিহ্যবাহী রাধা-বিনোদের মন্দিরে পুজো দেওয়ার লম্বা লাইন ৷ সব মিলিয়ে জমে উঠেছে কবি জয়দেবের স্মৃতিবিজরিত বাউল-ফকিরদের মেলাটি ।

1683 সালে বর্ধমানের রাজা কীর্তিচন্দ্র বীরভূমের অজয় নদের রাধা-বিনোদের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন । এই স্থানটির সঙ্গে কবি জয়দেবের নাম জড়িয়ে রয়েছে । 400 বছরের প্রাচীন এই মন্দিরের গায়ে টেরাকোটার কাজের মাধ্যমে বর্ণিত রয়েছে বহু পৌরাণিক কাহিনী সমূহ । রয়েছে নানান দেবদেবীর মূর্তি । এই জয়দেব মেলা মূলত বাউল-ফকিরের মেলা হিসাবে পরিচিত । মকর সংক্রান্তির দিনে জাঁকিয়ে পড়েছে শীত ৷ তবে ভোর থেকে শীত উপেক্ষা করে অজয় নদের জলে স্নান সারলেন পুণ্যার্থীরা ৷ পুণ্যস্নান সেরে রাধা-বিনোদের মন্দিরে পুজো দেওয়ার রীতিও বজায় ছিল এ দিন । আখড়াগুলিও বাউল-ফকিরেরা গানের সুরে মুখরিত ।

মেলাকে ঘিরে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা

মেলাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থায় কোনও খামতি রাখতে চাইছে না পুলিশ প্রশাসন ৷ এবারে ভিড় অনেক বেশি থাকায় আঁটোসাঁটো করা হয়েছে জয়দেব মেলার নিরাপত্তা ব্যবস্থা । স্নানের ঘাট ও অন্যান্য জায়গায় নিরাপত্তার জন্য মোতায়েন রয়েছেন সিভিক ভলান্টিয়ার-সহ প্রায় 2 হাজার 600 পুলিশ কর্মী । নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ডিআইজি, এসপি, এসডিপিও পদমর্যাদার অফিসাররা ৷ 100টির বেশি সিসি ক্যামেরা বসানো হয়েছে । রয়েছে ওয়াচ টাওয়ার । সেখান থেকে চলছে নজরদারি । 24টি পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ, ইপটিজিং ও কেপমারি রুখতে একাধিক অ্যান্টি ক্রাইম টিম ও মহিলা পুলিশ রয়েছেন ।

ভিড় জমিয়েছেন বাউল ও ফকিররা

এছাড়াও চলছে ড্রোন ক্যামেরায় নজরদারি ৷ এবার স্থায়ী আখড়া ছাড়াও 300টি মতো অস্থায়ী আখড়ার অনুমতি দিয়েছে প্রশাসন ৷ প্রায় 650টি স্টল রয়েছে মেলায় ৷ উন্মুক্ত মল-মূত্র ত্যাগ রুখতে নদীর তীরে এক হাজারেরও বেশি অস্থায়ী শৌচাগার নির্মাণ করা হয়েছে । বুধবার পর্যন্ত চলবে এই মেলা ৷

জয়দেব-কেন্দুলি মেলায় পুণ্যার্থীদের ঢল

আরও পড়ুন:

  1. ঘন কুয়াশা ও কনকনে শীতকে উপেক্ষা করে গঙ্গাসাগরে চলছে সংক্রান্তির পুণ্যস্নান
  2. সংক্রান্তির প্রাক্কালে বেনারসের আদলে মহাসাগর আরতি গঙ্গাসাগরে, দেখুন ভিডিয়ো
  3. গঙ্গাসাগরে নাশকতার ছক প্রতিরোধে প্রস্তুত অ্যান্টি টেররিস্ট স্কোয়াড

ABOUT THE AUTHOR

...view details