পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাথরচাপুড়ি ডেভেলপমেন্ট অথরিটিতে কর্মী নিয়োগ - patharchapuri development authority

পাথরচাপুড়ি ডেভেলপমেন্ট অথরিটিতে কর্মী নিয়োগ করবে পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশন ৷ তার জন্য জারি হল বিজ্ঞপ্তি ৷

চাকরির খবর
চাকরির খবর

By

Published : Jun 30, 2020, 7:01 AM IST

পাথরচাপুড়ি ডেভেলপমেন্ট অথারিটিতে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশন । অনলাইনে আবেদনের মাধ্যমে তিনটি আসনে নিয়োগ করা হবে । কেবলমাত্র পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট (WBMSC)-র মাধ্যমে আবেদন করা যাবে (নিচে লিঙ্ক প্রদত্ত)। নারী-পুরুষ নির্বিশেষে যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন ।

কোন পদের জন্য কী যোগ্যতার প্রয়োজন :

সাব-অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়র (সিভিল)-র জন্য

1. আসন সংখ্যা : এই পদের জন্য 1 জনকে নেওয়া হবে। (UR-01)

2. শিক্ষাগত যোগ্যতা : সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা অথবা ডিগ্রি থাকতে হবে।

সিভিল ইঞ্জিনিয়ারিং-এ উচ্চতর ডিগ্রি থাকলেও হবে।

3. বয়সসীমা : 2020 সালের 1 জানুয়ারির আগে সর্বনিম্ন 18 ও সর্বোচ্চ 36 বছর বয়সের মধ্যে থাকতে হবে ।

সার্ভেয়র পদের জন্য

1. আসন সংখ্যা : এই পদে জন্য 1 জনকে নেওয়া হবে। (UR-01)

2. শিক্ষাগত যোগ্যতা : উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ও সার্ভেয়রে ডিপ্লোমা থাকতে হবে।

3. বয়সসীমা : 2020 সালের 1 জানুয়ারির আগে সর্বনিম্ন 18 ও সর্বোচ্চ 39 বছর বয়সের মধ্যে থাকতে হবে ।

ড্রাফ্টসম্যান পদের জন্য

1. আসন সংখ্যা : এই পদের জন্য 1 জনকে নেওয়া হবে। (UR-01)

2. শিক্ষাগত যোগ্যতা : উচ্চমাধ্যমিক উত্তীর্ণ অথবা আর্কিটেকচার অথবা সিভিল ড্রাফ্টম্যানশিপে ডিপ্লোমা থাকতে হবে।

3. বয়সসীমা : 2020-র 1 জানুয়ারির আগে সর্বনিম্ন 18 ও সর্বোচ্চ 39 বছর বয়সের মধ্যে থাকতে হবে ।

4. বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় : SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের ছাড় এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের ছাড় । PWD প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 45 বছর ।

আরও তথ্যের জন্য অফিশিয়াল ওয়েবসাইট বা অফিশিয়াল বিজ্ঞপ্তিতে চোখ রাখুন ।

অ্যাপ্লিকেশন ফি : অ্যাপ্লিকেশন ফি 220 টাকা (SC/ST ও PH প্রার্থীদের জন্য় 70 টাকা) । অনলাইনে আবেদন করার সময় এই ফি দেওয়া যাবে । ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা দেওয়া যাবে । এছাড়া ব্যাঙ্কের মাধ্যমে চালান করিয়ে ফি দেওয়া যাবে । সেই চালান পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট থেকেই ডাউনলোড করা যাবে । আরও তথ্য জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তিতে চোখ রাখুন ।

আবেদন করার প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট www.mscwb.org-এর মাধ্যমে আবেদন জানাতে পারেন । 06.03.2020 থেকে 15.07.2020-এর মধ্যে করা আবেদনগুলি গ্রহণ করা হবে ।

অ্যাপ্লিকেশন ফি দিয়ে অনলাইন আবেদন করলে একটি রেজিস্ট্রেশন / অ্যাকনলেজমেন্ট স্লিপ দেখা যাবে কম্পিউটারের পর্দায় । সেটির প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে । তবে কোনও প্রিন্ট আউট বা হার্ড কপি বা ডকুমেন্ট পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশনে পাঠানোর প্রয়োজন নেই । প্রক্রিয়ার মাধ্যমেই সমস্ত ভেরিফিকেশন হয়ে যাবে ।

এই প্রসঙ্গে আরও জানতে চোখ রাখুন অফিশিয়াল বিজ্ঞপ্তিতে ।

গুরুত্বপূর্ণ তারিখ :

অনলাইনে আবেদন দেওয়া শুরু হয়েছে - 06.03.2020

অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ - 15.07.2020

চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, আরও বিস্তারিত জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ।

ABOUT THE AUTHOR

...view details