বোলপুর, 29 অগাস্ট : "রবীন্দ্রনাথ ঠাকুরের উপর আক্রমণ নেমে এসেছে ।" বিশ্বভারতীর ঘটনা প্রসঙ্গে BJP-কে আক্রমণ করে বললেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় । BJP নেত্রী অগ্নিমিত্রা পালের মন্তব্য প্রসঙ্গে কটাক্ষ করেন তিনি । বিশ্বভারতীতে প্রাচীর দেওয়া হলে সর্বস্তরের মানুষকে নিয়ে বৈঠক করে জনমত গঠন করার ডাক দেন । এমনকী বিশ্বভারতীর ঘটনা প্রসঙ্গে কর্তৃপক্ষকেই দায়ি করেন তিনি ।
রবীন্দ্রনাথ ঠাকুরের উপর আক্রমণ নেমে এসেছে : নরেন চট্টোপাধ্যায়
ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বলেন, "প্রাচীর দিতে গিয়েই যত গন্ডগোল হয়েছে । তবে প্রাচীরটা ভেঙে দেওয়ার দরকার ছিল না । "
তিনি বলেন, "প্রাচীর দিতে গিয়েই যত গন্ডগোল হয়েছে । তবে প্রাচীরটা ভেঙে দেওয়ার দরকার ছিল না । প্রতিবাদ অবশ্যই দরকার ছিল । আমরা প্রতিবাদকে সমর্থন করি । " তিনি আরও বলেন, "কেন্দ্রীয় সরকার আতঙ্কিত হচ্ছে । কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা-ভাবনা, আদর্শ, ব্যাখ্যা সবই এর পরিপন্থী । কেন্দ্রীয় সরকার আজ সমস্ত কিছু বিক্রি করে দিচ্ছে । ধর্মের নামে যখন দেশ দ্বিখণ্ডিত হচ্ছে তখন রবীন্দ্রনাথই একে রক্ষা করতে পারেন । তাই রবীন্দ্রনাথের উপর আক্রমণ নেমে এসেছে । "
প্রসঙ্গত বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গে বৈঠক করে পৌষমেলার মাঠে সাংবাদিকদের মুখোমুখি হন BJP নেত্রী অগ্নিমিত্রা পাল ৷ সেখানে তিনি বলেন, পৌষমেলার মাঠে যৌন কার্যকলাপ চলে । এপ্রসঙ্গে নরেনবাবু বলেন, "বিশ্বভারতীর পড়ুয়া, বোলপুরের মহিলাদের প্রসঙ্গে এই ধরনের নোংরা কথা তিনি কীভাবে বলতে পারেন । ওঁনাকে প্রমাণ দিতে হবে । এই নোংরা কথা তাহলে ওঁনার জন্যই প্রযোজ্য বলে মনে করবে লোকে । সবাই ভাববে উনি তাহলে জানেন বিষয়টা । বিশ্বভারতীতে প্রাচীর দেওয়া হলে আমরা জনমত গঠন করব । সর্বস্তরের মানুষকে নিয়ে বৈঠক ডাকব ।"