পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

anubrata mondal wins lottery : কেষ্ট ভাগ্যে 1 কোটি টাকার লটারি ? অনুব্রত বললেন মিথ্যা - 1 কোটি টাকার লটারি জিতেছেন অনুব্রত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

এক কোটি টাকার লটারি জেতার একটি ছবি প্রকাশ্যে এসেছে ৷ সেখানে রয়েছে অনুব্রত মণ্ডলের ছবি ৷ যা হু হু করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ সত্যিই কি 1 কোটি টাকার লটারি পেয়েছেন অনুব্রত (is anubrata mondal wins 1 crore lottery) ?

is anubrata mondal wins 1 crore lottery
anubrata mondal wins lottery : 1 কোটি টাকার লটারি জিতেছেন অনুব্রত ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

By

Published : Jan 17, 2022, 4:55 PM IST

বোলপুর, 17 জানুয়ারি : লটারিতে 1 কোটি টাকা পেয়েছেন তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । একটি বেসরকারি লটারি এজেন্সি অনুব্রত মণ্ডলের ছবি দিয়ে এমনই পোস্ট করেছে (is anubrata mondal wins 1 crore lottery) । যদিও, এটা সত্য নয় বলে দাবি করেন অনুব্রত মণ্ডল ।

বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা হিসাবে পরিচিত অনুব্রত মণ্ডল (TMC Leader Anubrata Mondal) । তাঁর যে কোনও বিষয়ই সংবাদ শিরোনামে উঠে আসে ৷ সেই অনুব্রত মণ্ডল নাকি লটারিতে 1 কোটি টাকা প্রথম পুরস্কার জিতে নিয়েছেন ৷ একটি বেসরকারি লটারি এজেন্সি তাদের ইউটিউব চ্যানেল-সহ বিভিন্ন সোশ্যাল সাইটে এমনই একটি পোস্ট করেছে ৷ সেই পোস্ট অনুব্রত মণ্ডলের ছবিও দেওয়া আছে ৷

যে অনুব্রত মণ্ডলের সম্পত্তির পরিমাণ নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছেন বিরোধী নেতারা ৷ সম্পত্তির উৎস নিয়ে তদন্তের দাবিও তোলা হয়েছে ৷ সেই অনুব্রত মণ্ডল লটারিতে 1 কোটি টাকা জিতেছে । এমনটা শুনেও তাজ্জব বনে যাচ্ছেন অনেকে ৷

ইতিমধ্যে এই নিয়ে স্যোশাল মিডিয়ায় ব্যঙ্গের ঝড়ও উঠেছে । যদিও, গত বছরের 7 ডিসেম্বর এই টাকা পেয়েছেন অনুব্রত, এমনই লটারি এজেন্সির পোস্টে উল্লেখ রয়েছে ৷ বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, "মিথ্যা রটনা । কেউ একটা রটিয়ে দিয়েছে ৷"

আরও পড়ুন :BJP Minority Leader Joins TMC : বীরভূমে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ সংখ্যালঘু নেতাদের

ABOUT THE AUTHOR

...view details