বোলপুর, 26 নভেম্বর: দক্ষিণ ভারত ভ্রমণের (South India tour) জন্য তীর্থযাত্রী স্পেশাল পর্যটন ট্রেন (South India pilgrim special tourist train) চালাচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন লিমিটেড । 16 জানুয়ারি মুঙ্গের থেকে ছাড়বে ট্রেনটি । দক্ষিণ ভারতের তিরুপতি বালাজি, মাদুরাই, রামেশ্বর, কন্যাকুমারী ঘোরাবে ট্রেনটি ৷ 11 দিনের এই যাত্রা ৷ এদিন বোলপুর (Birbhum News) স্টেশনে সাংবাদিক বৈঠক করে এ কথা জানায় আইআরসিটিসি কর্তৃপক্ষ (IRCTC PC)। সমস্ত নিরামিষ খাবার পরিবেশন করা হবে এই ট্রেনে ।
নতুন বছরে দক্ষিণ ভারত দর্শনের জন্য বিশেষ ট্রেন চালাচ্ছে ভারতীয় রেল (Indian Railway new train) ৷ তীর্থযাত্রী স্পেশাল ট্রেনটি ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন লিমিটেডের তত্ত্বাবধানে চালানো হবে ৷ প্রায় 600 জন যাত্রী 11 দিনের ভ্রমণে অংশ নিতে পারবেন ৷ যাত্রীপিছু খরচ হবে 10 হাজার 395 টাকা ৷
আরও পড়ুন:Bengal Covid Death Compensation: উত্তর 24 পরগনায় করোনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য রাজ্যের