সিউড়ি, 8 অগস্ট : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছিলেন, "তেলেভাজার দোকান করেও জীবনে অনেক উন্নতি করা যায় । আমি চিনি, যাঁরা তেলেভাজা বিক্রি করেই চার-পাঁচ-দশতলা বাড়ি করেছেন ৷" তারপর পর থেকে রাজ্যে শিল্প নিয়ে কথা উঠলেই বিরোধীদের দিদির 'চপ শিল্প' বলে কটাক্ষ করতে শোনা যায় প্রায় । এসবের মধ্যেই বীরভূমের সিউড়ির আফতাব তাঁর তেলে ভাজার দোকানের নাম সত্যি সত্যিই 'চপ শিল্প' রাখলেন ৷
অনেকটা নামের জোরেই খদ্দেরদের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছেন বলেই ধারণা তাঁর ৷ কথাটা খুব একটা মিথ্যাও নয় ৷ সিউড়ির বাসিন্দা আফতাবউদ্দিন খানের 'চপ শিল্প'-এর ছবি এখন নেটমাধ্যমে বেশ ভাইরাল ৷ এর পিছনে কোনও বিরোধী মনোভাব ছিল না তাঁর ৷ বরং বলেন, "মুখ্যমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়েই তেলেভাজার দোকানের নাম ঠিক করি চপ শিল্প।"
এমন নতুন ধরনের নামের তেলেভাজার দোকানটি পাওয়া যাবে সিউড়ির মাদ্রাসা রোডে । মালিক আফতাবউদ্দিন খান বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিন নবান্নে বলেছিলেন, 'আমার পাড়ায় কয়েকটি তেলেভাজার দোকান আমি চিনি, যাঁরা তেলেভাজা বিক্রি করে চার-পাঁচ-দশতলা বাড়ি করেছেন । বড় ব্যবসাও করছেন । ইচ্ছে থাকলে উপায় হয় ।' এই কথাটি আমার খুব মনে লেগেছিল । শিক্ষিত বেকার যুবক হিসাবে আমার সেই কথা মনে লাগার পরেই আমি সিদ্ধান্ত নিই একটি তেলেভাজার দোকান করার । ধীরে ধীরে সেই দোকান করেছি এবং মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতেই নাম রেখেছি চপ শিল্প।"