বিস্ফোরক নানুরের তৃণমূল নেতা কীর্ণাহার, 8 এপ্রিল: "2011 সালে আমরা পা-ভেঙে ক্ষমতায় এসেছি বহু কষ্ট করে ৷" শনিবার কীর্ণাহারে দলীয় সভা থেকে এমনই বিস্ফোরক মন্তব্য শোনা গেল নানুরের তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক গদাধর হাজরার মুখে ৷ এমনকি, প্রকাশ্য সভা থেকে দলের এক নেতাকেও পা-ভেঙে দেওয়ার হুমকি দেন তিনি ৷ পাশাপাশি, নাম না-করে দলের কোর কমিটির সদস্য কাজল শেখের সঙ্গে সংঘাতেরও ইঙ্গিত দেন এই তৃণমূল নেতা ৷
এই গদাধর হাজরা শনিবারের সভায় বক্তব্য রাখতে গিয়ে দলের কীর্ণাহার 1 নম্বর অঞ্চলের কার্যকরী সভাপতি ইন্দ্রজিৎ দাসের উদ্দেশ্যে বলেন,"যারা বিগত বিধানসভায় তৃণমূলের হয়ে ভোট করেনি ৷ এখানে যে ইন্দ্রজিৎ আছে ৷ ওর পা গুলো একটু বড় বড় হয়ে গিয়েছে ৷ পা টা ভেঙে দেব কিছুদিন পরেই । যদি ঠিকমত না চলে ।"
এরপরেই গদাধর হাজরা বিস্ফোরক মন্তব্য করে বলেন, "কারণ আমরা পা ভেঙে 2011 সালে ক্ষমতায় এসেছি বহু কষ্ট করে ।"এরপরেই তৃণমূলের নানুর ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্যকে সিপিএম ও বিজেপির দালাল বলে মঞ্চ থেকেই আক্রমণ করেন এই তৃণমূল নেতা । পাশাপাশি, দলের কোর কমিটির সদস্য কাজল শেখের নাম না-করে সংঘাতে যাওয়ার হুঁশিয়ারিও দেন গদাধর ।
গরুপাচার মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে দিল্লির তিহাড়ে জেল হেফাজতে রয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল । বরাবরই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় কেষ্ট । তাই জেলযাত্রার পরেও এখনও একই পদে বহাল রয়েছেন অনুব্রত ৷ কিন্তু তাঁর অনুপস্থিতিতে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এই জেলায় দল যাতে দলের ফল ভালো করতে পারে সেই কথা মাথায় রেখে নিজেই বীরভূমের সাংগঠনের রাশ ধরেছেন তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি, জেলার সংগঠন পরিচালনার জন্য 9 সদস্যের এক কোর কমিটিও গঠন করে দিয়েছেন তিনি ৷
কিন্তু কোর কমিটি গঠনের পর থেকেই সদস্যদের মধ্যে মতবিরোধ শুরু হয়ে যায়৷ যা অব্যাহত । এই কোর কমিটিতে রয়েছেন একদা অনুব্রত মণ্ডলের যুযুধান হিসাবে পরিচিত নানুরের তৃণমূল নেতা কাজল শেখ ৷ যিনি তৃণমূলের কেতুগ্রাম বিধানসভার বিধায়ক শাহনাওয়াজ হুসেনের ভাই । এই কাজল শেখ কোর কমিটির সদস্য হওয়ার পর থেকেই নানুরে দলের অন্দরে ঠান্ডা লড়াই শুরু হয়ে যায় বলে খবর৷ একদিকে কাজল শেখ, অন্যদিকে অনুব্রত ঘনিষ্ঠ জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল কেরিম খান । এই ঠান্ডা লড়াই মাঝে মাঝেই প্রকাশ্যে চলে আসছে৷ শনিবার তৃণমূলের সেই গোষ্ঠী কোন্দলেরই এক খণ্ড চিত্র ধরা পড়েছে ৷
এদিন নানুরের কীর্ণাহার বাসস্ট্যান্ডে একটি জনসভা করেন আব্দুল কেরিম খান ৷ সভায় উপস্থিত ছিলেন নানুরের তৃণমূল নেতা গদাধর হাজরা ৷ 2011 সালে তিনি তৃণমূলের টিকিটে নানুর বিধানসভা থেকে জয়ী হয়েছিলেন৷ 2016 সালে তাঁকে হারিয়ে জয়ী হয়েছিলেন সিপিএমের শ্যমলী প্রধান ৷ এরপর 2021 সালের বিধানসভা নির্বাচনে গদাধর হাজরাকে তৃণমূল আর টিকিট দেয়নি ।
আরও পড়ুন: অনুব্রতর গড়ে তৃণমূল ভেঙে কংগ্রেসে যোগদান 500 কর্মীর