বর্ধমান, 7 ডিসেম্বর: মৃত্যুর সঙ্গে লড়াই করেও শেষমেশ হার মানতে হল গুলিবিদ্্ধ স্কুল শিক্ষককে । বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মঙ্গলবার রাতে তিনি প্রয়াত হন ৷ প্রাথমিক স্কুলের ওই শিক্ষকের নাম ধনা হাঁসদা । তাঁর বাড়ি বীরভূমের মহম্মদ বাজার এলাকায় (Birbhum Primary Teacher died in shootout) ৷ এর আগে দুষ্কৃতীর গুলিতে নিহত হন খাদান শ্রমিক ধানু শেখ । তাঁর সঙ্গে জখম হন ধনা হাঁসদা ৷ তাঁকে সিউড়ি সদর হাসপাতাল ও পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি ৷ মনে করা হচ্ছে, দেউচা-পাঁচামিতে অশান্তির জেরেই তাঁকে গুলি করা হয় ৷
মঙ্গলবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের বেডে শুয়ে আহত ওই শিক্ষক ধনা হাঁসদা বলেন, "আমি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই ৷ যে এসেছিল (দুষ্কৃতী), তাকে আমি চিনিও না ৷ আমি তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলি ৷ সেই সময় আমার সঙ্গে ছিলেন ধানু শেখ ৷ আমাদের সঙ্গে ঠেলাঠেলি শুরু হয় ৷ কিন্তু বাড়িতে সে কেন হামলা করতে এসেছিল, তা জানি না ৷ এরপরে ওই দুষ্কৃতী দু'জনকে লক্ষ্য করে গুলি চালায় ৷ ধানুর মৃত্যু হয় ৷ আমার পিঠে গুলি লাগে ৷"