পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভারত সবার সঙ্গে বন্ধুত্ব রাখতে চায়, এমনকী সমস্যাদায়ক প্রতিবেশীর সঙ্গেও : বেঙ্কাইয়া - ভারত সবার বন্ধু এমনকি সমস্যাদায়ক প্রতিবেশীরও বললেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু

অটলবিহারী বাজপেয়ির আদর্শে আগামীদিনে এগিয়ে চলার আহ্বান উপরাষ্ট্রপতির ৷

বেঙ্কাইয়া নাইডু

By

Published : Aug 17, 2019, 6:45 AM IST

Updated : Aug 17, 2019, 7:57 AM IST

বোলপুর, 17 অগাস্ট : নাম না করে পাকিস্তানকে বার্তা উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর ৷ শুক্রবার এক অনুষ্ঠানে তিনি বলেন, "ভারত সবার সঙ্গে বন্ধুত্ব রাখতে চায়, এমনকী সমস্যাদায়ক প্রতিবেশীর সঙ্গেও বন্ধুত্ব বজায় রাখতে চায় ৷" এ দিনই শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শ্যামলী বাড়িটির দ্বারোদ্ঘাটন করেন উপরাষ্ট্রপতি ৷ ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ সেই অনুষ্ঠানেই পাকিস্তান সম্পর্কে এই বার্তা দেন উপরাষ্ট্রপতি ৷

নিজের ভাষণে নাইডু প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির কথা স্মরণ করে বলেন, "অটলজি বারবার বলতেন প্রতিবেশীকে পরিবর্তন করা যায় না ৷ অটলজি বিশ্বাস করতেন ভারতের উন্নয়নে, ভারতের অগ্রগতিতে ৷ আমাদের সেই আদর্শ তুলে ধরে আরও পথ এগোতে হবে ৷" পাশাপাশি জম্মু-কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ বলেও উল্লেখ করেন তিনি ৷

শ্যামলী বাড়িটির দ্বারোদ্ঘাটন করে উপরাষ্ট্রপতি বাংলা সাহিত্যে রবিঠাকুরের ভূমিকার কথাও স্মরণ করিয়ে দেন ৷

বিশ্বভারতীর সামনে একাধিক জায়গায় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে পোস্টার

তবে গতকালের অনুষ্ঠানে একটি ঘটনা সুর কেটে দেয় ৷ সেটি হল, বিশ্বভারতীর বিনয়ভবনের সামনে একাধিক জায়গায় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে পোস্টার ৷ উপাচার্যের অপসারণ দাবি করে এই পোস্টারগুলি আটকানো হয়েছিল ৷ যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরে পোস্টারগুলি সরিয়ে দেয় ৷ কে বা কারা এই পোস্টার দিয়েছিল তা স্পষ্ট নয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ৷ উপাচার্যের অপসারণ দাবি করা হলেও উপরাষ্ট্রপতিকে অসম্মান করা হয়নি বলেই খবর ৷ পোস্টারে উপরাষ্ট্রপতিকে স্বাগত জানানো হয় ৷

Last Updated : Aug 17, 2019, 7:57 AM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details