বোলপুর, 17 অগাস্ট : নাম না করে পাকিস্তানকে বার্তা উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর ৷ শুক্রবার এক অনুষ্ঠানে তিনি বলেন, "ভারত সবার সঙ্গে বন্ধুত্ব রাখতে চায়, এমনকী সমস্যাদায়ক প্রতিবেশীর সঙ্গেও বন্ধুত্ব বজায় রাখতে চায় ৷" এ দিনই শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শ্যামলী বাড়িটির দ্বারোদ্ঘাটন করেন উপরাষ্ট্রপতি ৷ ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ সেই অনুষ্ঠানেই পাকিস্তান সম্পর্কে এই বার্তা দেন উপরাষ্ট্রপতি ৷
নিজের ভাষণে নাইডু প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির কথা স্মরণ করে বলেন, "অটলজি বারবার বলতেন প্রতিবেশীকে পরিবর্তন করা যায় না ৷ অটলজি বিশ্বাস করতেন ভারতের উন্নয়নে, ভারতের অগ্রগতিতে ৷ আমাদের সেই আদর্শ তুলে ধরে আরও পথ এগোতে হবে ৷" পাশাপাশি জম্মু-কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ বলেও উল্লেখ করেন তিনি ৷