রামপুরহাট, 10 জানুয়ারি : কৃষি আইন প্রত্যাহারের দাবিতে রামপুরহাট পাঁচমাথা মোড়ে অনির্দিষ্টকালের জন্য ধর্না শুরু করল বাংলা সংস্কৃতি মঞ্চ । গত 6 জানুয়ারি এই ধর্না শুরু হয় । কৃষি আইনের বিরোধিতায় গোটা দেশ সরব । উত্তর ভারত সিঙ্ঘু সীমানায় 45 দিন আন্দোলনরত কৃষকরা । কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড় তাঁরা । 9 দফা আলোচনার পরও কৃষক এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে কোনও মধ্যস্থতা হয়নি । হাড় হিম করা ঠান্ডায় হাজার হাজার কৃষক দিনরাত রাস্তায় । এই আন্দোলনে এখনও পর্যন্ত প্রায় 60 কৃষকের মৃত্যু হয়েছে । পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আইনের বিরোধিতা করেছেন । এবার বাংলা সংস্কৃতির মঞ্চের তরফ থেকেও এই কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্না শুরু হল রামপুরহাট পাঁচ মাথা মোড়ে । বাংলা সংস্কৃতি মঞ্চের তরফ থেকে জানা যায়, প্রতিদিনই বীরভূমের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা আসছেন এই ধর্না মঞ্চে । গান, কবিতা আবৃত্তির মাধ্যমে চলছে প্রতিবাদ । সন্ধ্যা হতেই মঞ্চে শুরু হচ্ছে নাটক ।
কৃষি আইন প্রত্যাহারের দাবিতে রামপুরহাটে অনির্দিষ্টকালের জন্য ধর্না
বাংলা সংস্কৃতি মঞ্চের তরফ থেকে জানা যায়, প্রতিদিনই বীরভূমের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা আসছেন এই ধর্না মঞ্চে । গান, কবিতা আবৃত্তির মাধ্যমে চলছে প্রতিবাদ । সন্ধ্যা হতেই মঞ্চে শুরু হচ্ছে নাটক ।
ধর্নামঞ্চ
আরও পড়ুন : কৃষক-মুখ্যমন্ত্রী বৈঠকের আগে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস
বাংলা সংস্কৃতি মঞ্চের বীরভূম জেলা সম্পাদক সুদীপ দাস বলেন, আপনারা সবাই জানেন দিল্লির সীমান্তে লাখ লাখ কৃষক, এই কনকনে ঠান্ডা উপেক্ষা করে আন্দোলন করছেন । তাঁদের আমরা সমর্থন করছি । এই আইন যত দিন না প্রত্যাহার হচ্ছে আমরা ততদিন ধর্না করব ।