ইলামবাজার, 6 সেপ্টেম্বর: শিক্ষক দিবসের অনুষ্ঠানে কুরুচিকর নাচ ঘিরে বিতর্ক ৷ বীরভূমের ইলামবাজার এলাকায় অবস্থিত কবি জয়দেব মহাবিদ্যালয়ে শিক্ষক দিবসের অনুষ্ঠানে পড়ুয়াদের কুরুচিকর নাচের ভিডিয়ো ভাইরাল হতেই উঠেছে নিন্দার ঝড়(Indecent Dance Controversy at College Teachers day Programme in Ilambazar)৷ এই কলেজের পরিচালন সমিতির সভাপতি খোদ রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহ । যদিও, কলেজের অধ্যক্ষ কমিটি গঠন করে বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছেন ।
5 সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে ইলামবাজারের(Ilambazar college)কবি জয়দেব মহাবিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে পড়ুয়ারা । সেখানেই শ্রেণিকক্ষের মধ্যে হিন্দি গানে একে অপরকে জড়িয়ে ধরে উদ্দাম নৃত্য করতে দেখা যায় পড়ুয়াদের ৷ আর এই বিষয়ে কোনও প্রকার নজরদারি নেই কলেজ কর্তৃপক্ষের(college teachers day programme)। এই রকম কুরুচিকর নাচের কিছু ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক ৷ কবি জয়দেবের নামে এই কলেজ(Kabi Joydeb Mahavidyalaya) সেই কলেজে অপসংস্কৃতি পূর্ণ অনুষ্ঠান নিয়ে সরব হয়েছে বিজেপি ।
আরও পড়ুন :প্রাথমিক স্কুল চত্বরে মঞ্চ বেঁধে উদ্দাম নাচ, টিচার ইনচার্জকে শোকজ