পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Cattle Smuggling Case: গরু পাচার মামলায় জামিন পেলেন অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারি

গরু পাচার ও আর্থিক জালিয়াতি মামলায় সোমবার শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডলের হিসেবরক্ষক মণীশ কোঠারি । দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত এই জামিন দিয়েছে শুক্রবার ৷

ETV Bharat
মণীশ কোঠারি

By ETV Bharat Bangla Team

Published : Sep 22, 2023, 5:09 PM IST

বোলপুর, 22 সেপ্টেম্বর:গরু পাচার ও আর্থিক জালিয়াতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পেলেন অনুব্রত মণ্ডলের হিসেবরক্ষক মণীশ কোঠারি । দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত 5 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে শুক্রবার তাঁর জামিন মঞ্জুর করে ৷ ইডির হাতে গ্রেফতার হয়ে এতদিন দিল্লির তিহার জেলে বন্দি ছিলেন তিনি ৷ গ্রেফতারির 6 মাসের মাথায় জামিন পেলেন।

মণীশ কোঠারির জামিনের পর এবার এই মামলায় ধৃত বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল জামিন পান কি না সেটাও দেখার ৷ গরু পাচার মামলায় গত অগস্ট মাসে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই । পরে আয় বহির্ভূত লেনদেনের হদিশ মেলায় অনুব্রতকে নিজেদের হেফাজতে নেয় ইডি'ও ৷ তাঁকে নিয়ে যাওয়া হয় দিল্লিতে ৷ পরে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলকেও গ্রেফতার করা হয় ৷ বর্তমানে তাঁরা দু'জনেই দিল্লির তিহার জেলে বন্দি ৷

গ্রেফতারির পর অনুব্রতকে জেরা করে তদন্তকারী অফিসারেরা 6 দিনে প্রায় সাড়ে 6 কোটি টাকার সম্পত্তি কেনার তথ্য হাতে পেয়েছিল । এই ঘটনার পরই ডেকে পাঠানো হয়েছিল তৃণমূল নেতার হিসাবরক্ষক মণীশ কোঠারিকে ৷ গত 14 মার্চ প্রায় 10 ঘণ্টা তাঁকে অনুব্রত মণ্ডলের মুখোমুখি বসিয়ে জেরা করেছিলেন ইডির অফিসাররা । জেরায় মণীশ কোঠারির দেওয়া তথ্যে অসঙ্গতি লক্ষ্য করে তাঁকেও পরে গ্রেফতার করা হয়েছিল৷

এদিন গরু পাচার ও আর্থিক জালিয়াতি মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারির শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করে । 5 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দেওয়া হয়৷ গরু পাচার ও আর্থিক জালিয়াতি মামলয় ইডি'র হাতে গ্রেফতার হওয়া কেউ এই প্রথম জামিন পেল । উল্লেখ্য, বোলপুরের বাসিন্দা পেশায় চার্টাড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারি দীর্ঘদিন ধরেই অনুব্রত মণ্ডলের সমস্ত সম্পত্তির হিসাব রাখতেন ৷ তাই প্রথম থেকে সিবিআই ও ইডির নজরে ছিলেন তিনি ৷ তাঁর বোলপুরে বাড়ি ও অফিসে দুবার হানাও দিয়েছিলেন সিবিআই ও ইডির অফিসারেরা ।

আরও পড়ুন: 'আদালতের নির্দেশে স্পষ্ট, অভিষেকই টার্গেট,' দাবি তৃণমূলের

অক্টোবর মাসে অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের মামলার শুনানি ৷ এদিন হিসাবরক্ষকের জামিনে কিছুটা আশার আলো দেখছেন অনুব্রতর আইনজীবীরা । কারণ, গরু পাচার মামলায় কেন্দ্রীয় এজেন্সির হাতে ধৃত অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের প্রেক্ষিতে সিবিআই-এর জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট ৷ বিচারপতি অনিরুদ্ধ বোস ও বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চ সোমবার সিবিআইকে এই নির্দেশ দিয়েছে । আগামী 2 সপ্তাহের মধ্যে এই বিষয়ে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে কেন্দ্রীয় গোয়ান্দা সংস্থাকে ৷ এর আগে জানুয়ারি মাসে অনুব্রতর জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট ।

ABOUT THE AUTHOR

...view details