পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দফায় দফায় বৃষ্টিতে বীরভূমে ক্ষতিগ্রস্ত 50টি বাড়ি - দফায় দফায় বৃষ্টি

একেই কাজ নেই । রোজগার বন্ধ । তার উপর বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হল বাড়ি । বীরভূমের লোকপুর থানা এলাকার ঘটনা ।

rain
কাঁচা বাড়ি

By

Published : Apr 26, 2020, 9:20 PM IST

লোকপুর(বীরভূম), 26 এপ্রিল : কয়েকদিনে ধরে দফায় দফায় বৃষ্টি । আর তার জেরে বীরভূমের লোকপুরে একাধিক মাটির বাড়িতে জল ঢুকে গিয়েছে । লোকপুর থানার রুপুষপুর গ্রাম পঞ্চায়েতের বড়ঘাটায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 50টি বাড়ি।

কোরোনার সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। এর জেরে কাজ নেই বহু দিনমজুরের। আর্থিক সংকটে পড়েছেন তাঁরা। তার উপর এবার বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত হল বাড়ি৷

কয়েক দিন ধরে দফায় দফায় বৃষ্টি হচ্ছে বীরভূমজুড়ে ৷ আর এর ফলে জল ঢুকে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 50টি মাটির বাড়ি। জল ঢুকে ভেঙে পড়েছে মাটির দেওয়াল ৷ ফলে সমস্যায় পড়েছেন অনেকে । জলনিকাশির যথাযথ ব্যবস্থা না থাকাতেই বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ।

ABOUT THE AUTHOR

...view details