বোলপুর, 13 জানুয়ারি: শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী কোপাই নদী বেদখলের অভিযোগ ৷ সেই খবর প্রকাশিত হয় ইটিভি ভারতে ৷ এরপরেও বেআইনি নির্মাণ বন্ধের কোনও পদক্ষেপ দেখা যায়নি ৷ বরং বেআইনি নির্মাণ বন্ধ না করে কোপাই নদী কার এলাকার মধ্যে পড়ছে, সেই নিয়ে তরজা করতে ব্যস্ত পৌরসভা ও পঞ্চায়েত ৷ বোলপুর পৌরসভা ও রূপপুর পঞ্চায়েত, দু'পক্ষই বেআইনি নির্মাণের দায় নিতে নারাজ ৷ বোলপুর পৌরসভার দাবি, তাদের এলাকাই এই নির্মাণ হচ্ছে না । আর পালটা রূপপুর গ্রাম পঞ্চায়েতের দাবি, বেদখল এলাকা বোলপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে । প্রশাসনের কোনও দফতরের অনুমতি ছাড়াই কোপাই নদী দখল করে নির্মাণ চলছে বলে অভিযোগ তুলছে স্থানীয় বাসিন্দারা ৷
বোলপুর পৌরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বাপি বীরবংশী বলেন, "কোপাইয়ে একটা নির্মাণ হচ্ছে দেখেছি । তবে ওই এলাকা বোলপুর পৌরসভার অন্তর্গত নয় ৷ তাই আমাদের কিছু করার নেই ৷ তাও আমরা রূপপুর গ্রাম পঞ্চায়েত, বোলপুর ভূমি ও ভূমি সংস্কার দফতরকে চিঠি দিয়েছি । বিষয়টি দেখতে বলেছি ।" পালটা রূপপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এরিনা খাতুনের দাবি, "কোপাইয়ের ওই এলাকা রূপপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে পড়ছে না ৷ তাই আমাদের কিছু করণীয় নেই ৷ এক বছর আগেই ওই এলাকা বোলপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে হয়ে গিয়েছে । প্রশাসনিক বড় আধিকারিকেরা এ বিষয়ে আমার কাছে জানতে চাইলে, আমি তাঁদের স্পষ্ট জানিয়ে দেব ।"