আহমেদপুর, ২৮ ফেব্রুয়ারি : সিউড়ি-হাওড়া এক্সপ্রেস চালু না হলে রেল চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি অনুব্রত মণ্ডলের ৷ আহমেদপুরের NRC, CAA বিরোধী জনসভা থেকে দলীয় কর্মীদেরও সতর্ক করলেন তিনি৷
পঞ্চায়েতের বাড়ি প্রসঙ্গে দলের নেতাদের মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়ে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, ‘‘যদি কোন পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত কর্মী যদি টাকা চায় আমি বলে দিয়ে গেলাম বেধড়ক মারবেন ৷ আমি দিয়েছি এক লাখ এক হাজার বাড়ি ৷ যদি কেউ ভাবে, এই বাড়ি থেকে টাকা নেব, আমি আপনাদের বলছি দলবদ্ধ হয়ে জড়ো হবেন ৷ তার বাড়িতে চড়াও হবেন ৷ তাকে বেধড়ক পেটাবেন ৷ থানায় এসে ভরে দেবেন ৷ যদি কোন লিডার যায়, আমাকে ফোন করবেন ৷ তাকেও ভরে দেব ৷ ''
রাজ্যে BJP-কে হুঁশিয়ারি দিয়ে অনুব্রত মণ্ডল বলেন, "একটা গাছে জানেন তো কয়েকটা ডালপালা এদিকে ওদিকে বেরোয় ৷ আগাছা ৷ পশ্চিমবাংলায় যারা আছে, তারা আগাছা ৷ মাঝে মাঝে ডাল ছাঁটতে হয় ৷ ডালের যদি আকার বেশি হয় ডালটাকে ছাঁটতে হয় ৷ এটা মনে রাখবেন ৷ আমরা মানুষকে পরিষেবা দিই ৷’’