পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Anarul Hossain Arrest : বগটুই কাণ্ডে ধৃত আনারুলকে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ - I am innocent says Rampurhat violance accuse Anarul Hossain

বগটুই কাণ্ডে ধৃত আনারল শেখকে (Anarul Hossain Arrest) রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন (police custody for 14 days) ৷

Anarul Hossain Arrest
বগটুই কাণ্ডে ধৃত আনারল শেখ

By

Published : Mar 25, 2022, 3:14 PM IST

Updated : Mar 25, 2022, 4:31 PM IST

রামপুরহাট, 25 মার্চ : গতকাল রামপুরহাটের বগটুই গ্রামে গিয়ে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানান, গ্রামের লোকেরা তৃণমূলের ব্লক সভাপতি আনারুলকে সব জানিয়েছিলেন ৷ তারপরও পুলিশকে কোনও ব্যবস্থা নিতে বলা হয়নি ৷ তাই আনারুলকে গ্রেফতারের নির্দেশ দেন তিনি (Mamata Orders to Arrest TMC Leader Anarul in Bogtui Case) ৷ আত্মসমর্পণ না করলে গ্রেফতারি করা হবে বলে নির্দেশ দেন পুলিশকে ৷ ব্লক সভাপতির রামপুরহাটের বাড়ি পুলিশে ঘিরে ফেলে ৷ যদিও সেখানে তাঁর খোঁজ মেলেনি ৷ এর কয়েক ঘণ্টার মধ্যেই তারাপীঠের একটি হোটেল থেকে পাকড়াও করা হয় আনারুলকে (Anarul Hossain Arrest) ৷

তবে আনারুল হোসেনের অনুগামীরা এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ৷ ঘটনার প্রতিবাদে তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন ৷ পাশাপাশি তাঁদের বক্তব্য ছিল, গ্রেফতারি নয়, দাদা আত্মসমর্পণ করেছেন ৷ সেই বক্তব্যই আজ শোনা গেল আনারুলের মুখে ৷ আজ ধৃতকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ৷ আদালতে ঢোকার মুখে নিজেকে নির্দোষ বলে দাবি করেন রামপুরহাট 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি ৷

বগটুই কাণ্ডে ধৃত আনারল শেখকে মহকুমা আদালতে তোলা হয়

আরও পড়ুন :বাতিল সিট, বগটুই গণহত্যায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

তবে পুলিশের দাবির সঙ্গে আনারুলের বক্তব্য না মেলায় বিতর্ক শুরু হয়েছে ৷ নিহত উপপ্রধান ভাদু শেখের ঘনিষ্ঠ বলে পরিচিত আনারুলকে বলির পাঁঠা বানানো হচ্ছে কি না তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

Last Updated : Mar 25, 2022, 4:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details