মল্লারপুর, 25 মার্চ:বীরভূম যেন বারুদ আর আগ্নেয়াস্ত্রর স্তূপ। নিয়ম করে উদ্ধার হচ্ছে বোমা, বারুদ, পিস্তল। আসন্ন পঞ্চায়েত ভোট শান্তির বার্তা দিচ্ছে শাসকদল। কিন্তু প্রশ্ন উঠছে যেভাবে প্রতি নিয়ত বোমা উদ্ধার হচ্ছে কতটা শান্তি পূর্ণ হবে ভোট। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে আবার বীরভূম থেকে বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার হল। এবার আগ্নেয়াস্ত্র-সহ বোমা তৈরির প্রচুর মশলা, দেশি পিস্তল এবং কার্তুজ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় পুলিশ এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে (Huge Explosives and Firearms Recovered)। মাত্র দু'দিন আগে নিজের বাড়িতে বীরভূম নিয়ে দলীয় স্তরে বৈঠক করেন মুখ্যমন্ত্রী । তিনি জানান, দলের তরফে সংগঠনের ভার তিনিই সামলাবেন । সেদিক থেকেও প্রশাসনের কাছে বীরভূমের বাড়তি গুরুত্ব রয়েছে।
শুক্রবার রাতে, গোপনসূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র, 21টি বিভিন্ন ধরনের কার্তুজ ও প্রচুর পরিমাণে বোমা তৈরির বারুদ উদ্ধার করল পুলিশ। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি বীরভূমের মল্লারপুর থানার জবুনি গ্রামের। ধৃতের নাম রমজান শেখ। তার বাড়ি ওই গ্রামেরই পশ্চিমপাড়ায়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা বোমা ও আগ্নেয়াস্ত্র কারবার চক্রের সঙ্গে যুক্ত রমজান শেখ। ধৃতকে জেরা করে তদন্ত শুরু করেছে মল্লারপুর থানার পুলিশ।