পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Howrah-Jaynagar Express: হাওড়া-জয়নগর এক্সপ্রেস ট্রেনে বিপত্তি! চালকদের পাঠানো হল মেডিক্যাল পরীক্ষায় - ট্রেন থামিয়ে চাললকে নিয়ে যাওয়া হল মেডিক্যালে

অল্পের জন্য রেহাই পেল হাওড়া-জয়নগর প্যাসেঞ্জার ট্রেন ৷ রেল চালককে পাঠানো হল মেডিক্যাল টেস্টে ৷পরে অন্য চালক দিয়ে চালানো হয় ট্রেন ৷ চাঞ্চল্য রামপুরহাটে ৷

Howrah Jaynagar Express
ট্রেন থামিয়ে চালককে নিয়ে যাওয়া হল মেডিক্যাল পরীক্ষায়

By

Published : Aug 8, 2023, 10:32 PM IST

Updated : Aug 8, 2023, 11:00 PM IST

ট্রেন থামিয়ে চালককে নিয়ে যাওয়া হল মেডিক্যাল পরীক্ষায়

রামপুরহাট, 8 অগস্ট: রামপুরহাট রেল স্টেশনের কাছে বড় দুর্ঘটনা থেকে রেহাই পেল হাওড়া-জয়নগর প্যাসেঞ্জার ট্রেন। রেল চালকের ভুলে সিগন্যাল ছাড়াই প্রায় 100 মিটার চলে যাওয়ার পর ফের পিছনে গেল ট্রেনটিকে। অবস্থা বেগতিক দেখে ট্রেনের চালককে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে খবর রেল সূত্রে। দুই চালকের বিরুদ্ধে অভিযোগ, মদ্যপ অবস্থায় ট্রেন চালাচ্ছিলেন তারা ৷ তাই ট্রেন দাঁড় করিয়ে থেকে তাঁদের নামিয়ে আনা হয় ৷ পরে অন্য চালক দিয়ে চালানো হয় ট্রেন ৷

যাত্রীরা জানাচ্ছেন, হাওড়া-জয়নগর ওই প্যাসেঞ্জার ট্রেনটি প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়েছিল ৷ কী কারণে দাঁড়িয়ে রয়েছে জানতে তাঁরা ট্রেন থেকে নামেন ৷ চালকের দরজার কাছে গেলে যাত্রীরা জানতে পারেন, তাঁদের মেডিক্যাল টেস্টের জন্য নিয়ে যাওয়া হচ্ছে ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ট্রেনের যাত্রীদের মধ্যে। ঘটনাটি বীরভূমের রামপুরহাটে। মঙ্গলবার বিকেল ছ'টা নাগাদ রামপুরহাট রেল স্টেশন থেকে জয়নগরের উদ্দ্যেশ্যে রওনা দেয় ডাউন হাওড়া-জয়নগর প্যাসেঞ্জার ট্রেনটি।

আরও পড়ুন:বীরভূমের মুরারই স্টেশনে উঠল অবরোধ, স্বাভাবিক ট্রেন চলাচল

ট্রেনের চালক ছিলেন সঞ্জয় কুমার এবং রাহুল কুমার ৷ তাঁরা সাহেবগঞ্জের অ্যাসিস্ট্যান্ট লোকো-পাইলট বলে জানা গিয়েছে ৷ রামপুরহাট রেলগেটের পর সিগন্যাল পোস্টও পেরিয়ে যায় ট্রেনটি। তারপরেই ট্রেনটি দাঁড় করিয়ে দেওয়া হয়। এরপর বেশ কিছুক্ষণ পর ট্রেনটিকে রামপুরহাটের দিকে পিছিয়ে নিয়ে আসা হয়। তাতে ট্রেনের যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে রামপুরহাট রেল স্টেশনের আধিকারিকেরা ট্রেনের ইঞ্জিন রুমে আসেন। ইঞ্জিন থেকে দুই চালককে নামিয়ে নিয়ে যাওয়া হয়। প্রায় দেড় ঘণ্টা পরে অন্য চালক দিয়ে ট্রেনটিকে জয়নগরের উদ্দ্যেশ্যে চালানো হয়। যদিও কী কারণে এই ঘটনা, তা স্পষ্ট করে জানা যায়নি। তবে যাত্রীদের একাংশের দাবি, ওই দুই চালক মদ্যপ অবস্থায় ট্রেন চালাচ্ছিলেন। তাতেই বিপত্তি!

আরও পড়ুন:রোজ কেন দেরিতে চলছে ট্রেন ? যাত্রীদের বিক্ষোভ হাওড়ার রামরাজতলা স্টেশনে

Last Updated : Aug 8, 2023, 11:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details