পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কন্যাসন্তানের জন্ম দেওয়ায় যুবতিকে খুনের অভিযোগ

শান্তিনিকেতনের নারায়ণপুর এলাকায় বাড়ি থেকে যুবতির ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ । কন্যাসন্তানের জন্ম দেওয়ায় তাঁকে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ ।

রজনী হাজরা

By

Published : Jun 7, 2019, 1:33 PM IST

Updated : Jun 7, 2019, 2:07 PM IST

শান্তিনিকেতন, 7 জুন : কন্যাসন্তানের জন্ম দেওয়ায় যুবতিকে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে । মৃতের নাম রজনী হাজরা (28) । ঘটনাটি শান্তিনিকেতন থানার উত্তর নারায়ণপুর এলাকার । মৃতের পরিবারের অভিযোগ, মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে রজনীকে । শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতের বাবা রাজকুমার হাড়ি । অভিযোগের ভিত্তিতে মৃতের স্বামীকে আটক করেছে পুলিশ।

প্রায় সাত বছর আগে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মায়াবাজার এলাকার বাসিন্দা রাজকুমার হাড়ির মেয়ে রজনীর সঙ্গে বিয়ে হয়েছিল বীরভূমের বোলপুরের উত্তর নারায়ণপুর এলাকার প্রসেনজিৎ হাজরার । অভিযোগ, বিয়ের পর থেকেই বাড়তি পণের দাবিতে রজনীকে বিভিন্নভাবে চাপ দিতে থাকে শ্বশুরবাড়ির লোকজন । এমন কী, বিয়ের কয়েক বছর পরও সন্তানের জন্ম না হওয়ায় তাঁকে বিভিন্ন ভাবে অত্যাচার করা হয় । বছর চারেক আগে রজনী একটি কন্যাসন্তানের জন্ম দেন ।

অভিযোগ, কন্যাসন্তান হওয়ায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের অত্যাচারের মাত্রা বেড়ে যায়। প্রায় সময়ই টাকা দাবি করতে থাকে শ্বশুরবাড়ির লোকজন । সদ্য 50 হাজার টাকা চেয়ে রজনী ও তাঁর বাড়ির লোকজনকে চাপ দিচ্ছিল প্রসেনজিৎ। সঠিক সময়ে টাকা না পেয়ে মারধর করারও অভিযোগ ওঠে তার বিরুদ্ধে । আজ সকালে ওই যুবতির ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ । খবর পেয়ে মৃতের বাড়ির লোকজন আসে ঘটনাস্থানে ।

তাঁদের অভিযোগ, কন্যাসন্তান হওয়ার জন্যই অত্যাচারের শিকার হচ্ছিলেন রজনী। তাঁকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রজনীর বাবা। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রসেনজিৎ হাজরাকে আটক করে । ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Last Updated : Jun 7, 2019, 2:07 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details