পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিশ্বভারতীর অধ্যাপকের বাড়িতে হামলার অভিযোগ

সোমবার রাতে বিশ্বভারতী বিশ্ববিগদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান বিপ্লব লৌহ চৌধুরি বাড়িতে হামলা করা হয় বলে অভিযোগ । ভেঙে দেওয়া হয় তাঁর বাইক ।

visva bharati
অধ্যাপকের বাড়িতে হামলার অভিযোগ

By

Published : Aug 18, 2020, 8:44 PM IST

শান্তিনিকেতন, 18 অগাস্ট : এবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বাড়িতে হামলার অভিযোগ উঠল। তাঁর বাড়িতে ইট ছোড়া হয় বলে অভিযোগ ৷ ভাঙচুর করা হয় অধ্যাপক বিপ্লব লৌহ চৌধুরির বাইক । এই ঘটনায় শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

পৌষমেলার মাঠে প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা অব্যাহত । ইতিমধ্যেই ভাঙচুরের ঘটনায় বিশ্বভারতী কর্তৃপক্ষ শান্তিনিকেতন থানায় তৃণমূল বিধায়ক নরেশ বাউড়ি সহ 9 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ৷ রবিবার উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে মিছিলে হাঁটতে দেখা গিয়েছিল বিশ্বভারতীর সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান বিপ্লব লৌহ চৌধুরিকে। তারপরই তার বাড়িতে হামলা চালানো হয়। বিশ্বভারতীতে ভাঙচুরের পর রাতে তাঁর বাড়িতে হামলা হয় বলে অভিযোগ । বাড়িতে ইট ছোড়া হয় । তাঁর বাইক ভাঙচুর করা হয়।

বিশ্বভারতীর অধ্যাপকের বাড়িতে হামলা

অধ্যাপক বিপ্লব লৌহ চৌধুরি বলেন, "আমি উপাচার্যের সঙ্গে মিছিলে ছিলাম। তাই আমার বাড়িতে হামলা হয়েছে। যারা বিশ্বভারতীতে ভাঙচুর করেছে তারাই এই ঘটনা ঘটিয়েছে বলে মনে হয়।"

ঐতিহ্যবাহী পৌষমেলার মাঠ প্রাচীর দিয়ে ঘেরাকে কেন্দ্র করে কয়েক দিন ধরেই উত্তপ্ত বিশ্বভারতী চত্বর । প্রথমে এভাবে প্রাচীর দিয়ে ঘেরার বিরোধিতা করেন এখানকার পড়ুয়া, আশ্রমিক এবং রবীন্দ্র অনুরাগীদের একাংশ । চারিদিক প্রাচীর দিয়ে ঘিরে বিশ্বভারতীকে অচলায়তনে পরিণত করা হচ্ছে বলে পড়ুয়ারা অভিযোগ করেন ৷ এই বিষয়টি রবীন্দ্র আদর্শের পরিপন্থী বলে দাবি করেন আশ্রমিক থেকে রবীন্দ্র অনুরাগীরা ৷ কিন্তু পড়ুয়া থেকে আশ্রমিক কারও কোনও নিষেদ না শুনেই নির্মাণকাজ শুরু করে কর্তৃপক্ষ ৷ নির্মাণকাজ শুরুর পর বোলপুর ব্যবসায়ী সমিতি এসে এই কাজে বাধা দেয় । নির্মাণকাজের সঙ্গে যুক্ত থাকা ঠিকাদারের সঙ্গে বচসা শুরু হয় । এর পরই ঠিকাদারকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে । ঠিকাদার সংস্থার সঙ্গে যুক্ত শ্রমিকরা ভয় পেয়ে পালিয়ে যায় ৷ বন্ধ হয়ে যায় নির্মাণকাজ । এর পর রবিবার বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নেতৃত্বে সেখানকার কর্মী, অধ্যাপক-অধ্যাপিকারা মিছিল করে শান্তিনিকেতন থানার সামনে জড়ো হন । এই মিছিলেই ছিলেন সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান বিপ্লব লৌহ চৌধুরি ৷ সোমবার রাতে তাঁর বাড়িতে হামলা হয় ৷

ABOUT THE AUTHOR

...view details