রামপুরহাট, 17 অগস্ট : হোটেলের সামনে কুড়িয়ে পাওয়া প্রায় সাড়ে চার লক্ষ টাকা মালিককে ফিরিয়ে দিলেন রামপুরহাটের এক হোটেল ব্যবসায়ী । মঙ্গলবার সকালে হারিয়ে যাওয়া টাকা মালিকের প্রতিনিধির হাতে তুলে দিলেন তিনি । টাকা ফেরত পেয়ে খুশি কলকাতার ব্যবসায়ী প্রদীপ মিশ্র ।
কলকাতার বড়বাজার এলাকার বাসিন্দা ব্যবসায়ী প্রদীপ মিশ্র । ব্যবসার কাজে বীরভূমের রামপুরহাটে 14 নম্বর জাতীয় সড়কের ধারে রামপুরহাট মাড়গ্রাম মোড় সংলগ্ন একটি বেসরকারি হোটেলে ওঠেন তিনি । গত রবিবার সকালে হোটেল ছেড়ে যাওয়ার সময় অসাবধানতায় একটি প্লাস্টিকে মোড়া 4,48,502 টাকা হোটেলের বাইরে ফেলে দিয়ে চলে যান তিনি । রামপুরহাট থেকে তিনি যান রায়গঞ্জে ।
আরও পড়ুন:Modi-Dibyendu : আফগান ইস্যুতে মোদির ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ হয়ে চিঠি দিব্যেন্দুর
হোটেলের এক কর্মচারী প্লাস্টিকের প্যাকেট দেখে আবর্জনা ভেবে সেটি ফেলে দিচ্ছিলেন । কিন্তু হোটেল মালিক রবীন্দ্রনাথ মণ্ডল সেই সময় সেখানে উপস্থিত থাকায় প্যাকেটটি নিজের হাতে নিয়ে নেন । তিনি প্যাকেটটি খুলে দেখেন কয়েকটি 500 টাকার বান্ডিল । এই হারিয়ে যাওয়া টাকার মালিক কে তা জানতে, হোটেলের বাইরে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন তিনি ।