শান্তিনিকেতন, 7 মার্চ : লক্ষ্য কোরোনা সংক্রমণ এড়ানো। সেই উদ্দেশে ভিড় থেকে দূরে থাকতে ইতিমধ্যেই একাধিক জায়গায় দোলের অনুষ্ঠান বাতিল হয়েছে । এবার বসন্ত উৎসব বাতিল হল শান্তিনিকেতনে । এর জেরে ক্ষতিগ্রস্ত হোটেল-লজ ব্যবসায়ী থেকে শুরু করে আবির বিক্রেতা, খাবার দোকানিরাও । উৎসবের প্রস্তুতিতে রাজ্য সরকারের তরফেও কয়েক লাখ টাকা বরাদ্দ হয়েছিল ।
বসন্তোৎসবের ভিড় সামাল দিতে ও বিশৃঙ্খলা এড়াতে এবছর পৌষমেলার মাঠে নিয়ে আসা হয়েছিল উৎসব ৷ এই প্রথম উৎসবের সব আয়োজন করছিল রাজ্য সরকার । 82 লাখ টাকা বরাদ্দ করা হয়েছিল রাজ্য সরকারের তরফে৷ সেইমতো আশ্রম এলাকা ঘেরা থেকে শুরু করে মঞ্চ তৈরি, জল, মাইক, CCTV, ওয়াচ টাওয়ার নির্মাণের কাজ প্রায় শেষ হয়ে গেছিল । কিন্তু, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তরফে নির্দেশিকা আসে । বলা হয়, কোরোনার সংক্রমণ রুখতে কোনও জমায়েত করা যাবে না৷ এই নির্দেশিকার পরই বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর তত্ত্বাবধানে শুরু হয় কর্মসমিতির বৈঠক । বৈঠকে বসন্ত উৎসব বাতিলের সিদ্ধান্ত হয় ।
শান্তিনিকেতনের বসন্তোৎসব বাতিল প্রতিবছর বসন্ত উৎসবে বোলপুর-শান্তিনিকেতন এলাকায় লক্ষাধিক মানুষের সমাগম হয় ৷ উৎসবের দু'দিন আগে থেকেই আসতে শুরু করেন মানুষজন । উৎসবের জন্য প্রায় একমাস আগে থেকে শান্তিনিকেতন ও সংলগ্ন এলাকার সমস্ত হোটেল, লজ বুক হয়ে যায় । উৎসব বাতিল হওয়ায় ইতিমধ্যে বুকিং বাতিল করতে শুরু করেছেন পর্যটকরা ৷ তাই চরম ক্ষতিগ্রস্ত লজ-হোটেল ব্যবসায়ীরা । পাশাপাশি, ক্ষতিগ্রস্ত আবির, পোশাক বিক্রেতা ও খাবারের দোকানিরাও৷ হাজার হাজার টাকা লগ্নি করেছিলেন তাঁরা ৷ শেষমুহুর্তে এসে উৎসব বাতিল হওয়ায় কার্যত মাথায় হাত তাঁদের ।
প্রস্তুতি শেষ পর্বে । অনুষ্ঠান না হওয়ায় ফের খুলে ফেলা হচ্ছে মঞ্চ, মাইক । দীর্ঘদিন ধরে অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা৷ দুঃখপ্রকাশ করেছেন বিশ্বভারতীর পড়ুয়া, অধ্যাপক, আশ্রমিকরাও । এবিষয়ে রাজ্যের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, "বিশ্বভারতী কর্তৃপক্ষ আমাদের কাছে সাহায্য চেয়েছিলেন । আমরা এগিয়ে গেছি । পরে তাঁরাই সিদ্ধান্ত নিয়েছেন । আমরা সেই সিদ্ধান্ত মেনে নিয়েছি ।"