শান্তিনিকেতন, 20 সেপ্টেম্বর : বিশ্বভারতীর ঘটনার তদন্তে আসেন হাইকোর্টের চার সদস্যের প্রতিনিধি দল । বিশ্বভারতী কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের সঙ্গে বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা করেন তাঁরা । এই মর্মে বিশ্বভারতী কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন যৌথভাবে একটি প্রেস বিজ্ঞপ্তি দেয় । তাতে উল্লেখ করা হয়েছে হাইকোর্টের প্রতিনিধিদল নির্দেশ দিয়েছেন এরপর থেকে বিশ্বভারতীতে এই ধরনের গঠনমূলক কাজ জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে করতে হবে । পরবর্তীতে এই কমিটি স্থানীয় বাসিন্দা আশ্রমিক ও ব্যবসায়ী সমিতির সঙ্গে কথা বলবেন ।
বিশ্বভারতীর ঐতিহ্য অক্ষুন্ন রাখতে স্বতঃপ্রণোদিত মামলা করা হয় কলকাতা হাইকোর্টে । প্রধান বিচারপতির নির্দেশে গঠিত হয় চার সদস্যের একটি কমিটি । এই কমিটিতে রয়েছেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়, অরিজিত বন্দ্যোপাধ্যায়, অতিরিক্ত সলিসিটর জেনারেল ওয়াই জে দস্তুর, রাজ্যের এডভোকেট জেনারেল কিশোর দত্ত । আজ সকালে এই প্রতিনিধি দল ঘটনার তদন্তে আসেন বিশ্বভারতীতে । ঘটনাস্থান পৌষমেলার মাঠ ঘুরে দেখেন তাঁরা । ছিলেন জেলাশাসক মৌমিতা গোদারা বসু, জেলা পুলিশ সুপার শ্যাম সিং প্রমুখ । পৌষমেলার মাঠের রাস্তা ঘুরে দেখার পর প্রতিনিধিদল যান বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর দপ্তরে ।