কলকাতা, 11 মার্চ : গরু পাচার কাণ্ডে ভারতীয় দণ্ডবিধির 160 নং ধারায় জেরার জন্য একাধিকবার অনুব্রত মণ্ডলকে নোটিস পাঠিয়েছিল সিবিআই ৷ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি ৷ হাইকোর্টের দ্বারস্থ হওয়ায় রাজ্যের সর্বোচ্চ ন্যায়ালয় জানিয়েছিল, সিবিআই অনুব্রতর বিরুদ্ধে এখনই কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না ৷ এবার সেই রক্ষাকবচ তুলে নিল হাইকোর্ট ৷ আজ এই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা ৷ ফলে গরু পাচার মামলায় সিবিআই তাঁকে যে সমন পাঠিয়েছিল, সেই অনুযায়ী সিবিআই দফতরে হাজিরা দিতে হবে অনুব্রত মণ্ডলকে (HC dismissed Anubrata Mandal appeal) ।
আজ মামলার শুনানিতে অনুব্রত মণ্ডলের তরফে আইনজীবী কিশোর দত্ত বলেন, ‘‘নোটিস পাঠানো হয়েছে । সেটাকেই চ্যালেঞ্জ করেছি আমরা । এনামুল হক এই মামলায় মূল অভিযুক্ত । আমার মক্কেল এই মামলার একজন সাক্ষী । 27 এপ্রিল 2021-এ তাঁকে ডাকা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য । তারপর সিবিআই চুপচাপ ছিল । তারপরেই অন্য একটা মামলায় তাঁকে সমন পাঠানো হয়েছিল । আদালত নির্দেশে জানিয়েছিল, তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই । তবে গ্রেফতার করা যাবে না । বোলপুর থেকে এতোদূর জার্নি করা আমার মক্কেলের পক্ষে সম্ভব নয় জানিয়েছিলাম । তাঁকে ভিডিও কনফারেন্স অথবা বোলপুরে কোথাও জিজ্ঞাসাবাদের জন্য আর্জি জানিয়েছিলাম । কিন্তু ফের তাঁকে ডাকা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য ।’’