পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

HC On Anubrata Mandal : হাইকোর্টে ধাক্কা অনুব্রতের, গরু পাচার মামলায় রক্ষাকবচের আবেদন খারিজ - Anubrata Mandal

সিবিআইয়ের গ্রেফতারি এড়াতে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন কেষ্ট ৷ রক্ষাকবচ চেয়েছিলেন হাইকোর্টে ৷ যদিও অনুব্রতকে রক্ষাকবচ দিতে রাজি হলেন না কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা (HC On Anubrata Mandal) ৷

Anubrata Mandal
অনুব্রত মণ্ডলের আবেদন খারিজ করল হাইকোর্ট

By

Published : Mar 11, 2022, 12:44 PM IST

Updated : Mar 11, 2022, 1:47 PM IST

কলকাতা, 11 মার্চ : গরু পাচার কাণ্ডে ভারতীয় দণ্ডবিধির 160 নং ধারায় জেরার জন্য একাধিকবার অনুব্রত মণ্ডলকে নোটিস পাঠিয়েছিল সিবিআই ৷ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি ৷ হাইকোর্টের দ্বারস্থ হওয়ায় রাজ্যের সর্বোচ্চ ন্যায়ালয় জানিয়েছিল, সিবিআই অনুব্রতর বিরুদ্ধে এখনই কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না ৷ এবার সেই রক্ষাকবচ তুলে নিল হাইকোর্ট ৷ আজ এই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা ৷ ফলে গরু পাচার মামলায় সিবিআই তাঁকে যে সমন পাঠিয়েছিল, সেই অনুযায়ী সিবিআই দফতরে হাজিরা দিতে হবে অনুব্রত মণ্ডলকে (HC dismissed Anubrata Mandal appeal) ।

আজ মামলার শুনানিতে অনুব্রত মণ্ডলের তরফে আইনজীবী কিশোর দত্ত বলেন, ‘‘নোটিস পাঠানো হয়েছে । সেটাকেই চ্যালেঞ্জ করেছি আমরা । এনামুল হক এই মামলায় মূল অভিযুক্ত । আমার মক্কেল এই মামলার একজন সাক্ষী । 27 এপ্রিল 2021-এ তাঁকে ডাকা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য । তারপর সিবিআই চুপচাপ ছিল । তারপরেই অন্য একটা মামলায় তাঁকে সমন পাঠানো হয়েছিল । আদালত নির্দেশে জানিয়েছিল, তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই । তবে গ্রেফতার করা যাবে না । বোলপুর থেকে এতোদূর জার্নি করা আমার মক্কেলের পক্ষে সম্ভব নয় জানিয়েছিলাম । তাঁকে ভিডিও কনফারেন্স অথবা বোলপুরে কোথাও জিজ্ঞাসাবাদের জন্য আর্জি জানিয়েছিলাম । কিন্তু ফের তাঁকে ডাকা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য ।’’

আরও পড়ুন : ফের হাজিরা এড়ালেন 'অসুস্থ' অনুব্রত, গেলেন বোলপুর মহকুমা হাসপাতালে

তারপরই বিচারপতি নির্দেশে জানান, অনুব্রত মণ্ডল সিবিআই তাঁকে গ্রেফতার করতে পারেন বলে যে অনুমান করছেন, তাতে আদালত বারবার হস্তক্ষেপ করতে পারে না । সেই কারণে তাঁর আবেদন খারিজ করা হচ্ছে ।

Last Updated : Mar 11, 2022, 1:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details