পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Heat Wave Warning: দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা, তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস - heat wave warning for south bengal

তীব্র দাবদাহে প্রাণ ওষ্ঠাগত ৷ বইছে লু ৷ তাপপ্রবাহের হাত থেকে বাঁচতে রোদের সময় বাইরে বেরনো এড়িয়ে চলার পরামর্শ চিকিৎসকদের ৷ সেই সঙ্গে খেতে হবে তরল জাতীয় খাবার ৷ এখনই বৃষ্টির সম্ভাবনা নেই ৷

Etv Bharat
বাড়বে তাপমাত্রা

By

Published : Apr 14, 2023, 5:34 PM IST

দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা

বীরভূম, 14 এপ্রিল: সূর্যের তেজে হাঁসফাঁস রাজ্যবাসী ৷ কলকাতার তাপমাত্রা 40 ডিগ্রি অতিক্রম করে গিয়েছে ৷ ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গে ৷ বৃহস্পতিবার ছিল মরশুমের সর্বোচ্চ তাপমাত্রা ৷ আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ আরও চড়বে ৷ বৃহস্পতিবার এমনটাই জানাল শ্রীনিকেতন আবহাওয়া অফিস । এমনকী এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । লু বইবে বলেও জানিয়েছে হাওয়া অফিস ।

কয়েকদিন ধরেই রাজ্যের পাশাপাশি তীব্র গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ । দাবদাহে নাজেহাল মানুষজন । গরমে ত্রাহি মধূসূদন অবস্থা পশুপাখিদেরও ৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপপ্রবাহ । বাইরে থাকা দুষ্কর হয়ে উঠেছে । প্রখর সূর্যালোকে কার্যত জনশূন্য রাস্তাঘাট । 41 ডিগ্রি সেলসিয়াস পার করে গিয়েছে তাপমাত্রা । জানালো শ্রীনিকেতন আবহাওয়া দফতর । গত কয়েকদিন 38 থেকে শুরু করে 39 ও 40 ডিগ্রি সেলসিয়াস ছিল তাপমাত্রা । এদিন, সব কিছু ছাপিয়ে 41 ডিগ্রি সেলসিয়াস পার করল তাপমাত্রা ।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েক দিনে তাপমাত্রার পারদও আরও চড়বে ৷ আরও এক থেকে দুই ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা ৷ রীতিমতো লু বইবে ৷ তাই দুপুরের পর বাইরে বেরনোর ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে ।শ্রীনিকেতন আবহাওয়া অফিস সূত্রে আরও জানা গিয়েছে, আগামী কয়েকদিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ৷ বাংলা নববর্ষ থেকে দক্ষিণবঙ্গের হাল যে আরও বেগতিক হবে তা বলাই যায় ৷ একদিকে, বৃষ্টি নেই । অন্যদিকে, তীব্র গরমে ক্ষতিগ্রস্ত চাষিরাও ৷ আম-লিচুর জন্য চড়া রোদ ক্ষতিকারক ৷

আরও পড়ুন:কলকাতা 40, সল্টলেক 41; পানাগড় 42 ! রাজ্যজুড়ে তাপপ্রবাহের প্রতিযোগিতা

শ্রীনিকেতন আবহাওয়া অফিসের আধিকারিক বিষ্ণুপ্রসাদ কোনাই বলেন, "41 ডিগ্রি পার করে গিয়েছে তাপমাত্রা । আরও এক দুই ডিগ্রি বাড়বে তাপমাত্রা । লু বইবে ৷ বৃষ্টির এখনই কোনও সম্ভাবনা নেই ৷ মানুষজনকে বলব দুপুরে সূর্যালোক এড়িয়ে যেতে ৷ প্রয়োজনীয় জল পান করতে হবে ।"

ABOUT THE AUTHOR

...view details