পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Aug 10, 2022, 10:41 PM IST

ETV Bharat / state

Anubrata Mandal: কার নির্দেশে অনুব্রতর বাড়ি গিয়েছিলেন সরকারি চিকিৎসক ? রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

সিবিআই তলবে নিজাম প্যালেসে একাধিকবার হাজিরা এড়িয়েছেন গরু পাচার কাণ্ডের অভিযুক্ত অনুব্রত মণ্ডল ৷ সোমবার তাঁর হাজিরার নির্দেশ থাকলেও অসুস্থার কারণ দেখিয়ে তিনি তা এড়িয়ে গিয়েছেন ৷ গতকালই বীরভূমের জেলা সভাপতির বাড়ি যান সরকারি চিকিৎসক ৷ কার নির্দেশেই তাঁর বাড়ি গিয়েছিলেন তা জানতে রিপোর্ট চাইল রাজ্য স্বাস্থ্য দফতর (Health Department Seeks Report as Government Doctor Visit Anubrata House) ৷

Anubrata Mandal
কার নির্দেশে অনুব্রতর বাড়ি গিয়েছিলেন সরকারি চিকিৎসক

বীরভূম, 10 অগস্ট: গরুপাচার কাণ্ডে অভিযুক্ত অনুব্রত মণ্ডলের বাড়িতে চিকিৎসক যাওয়ার ঘটনায় নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর ৷ কার অনুমোদনে তাঁরা অনুব্রতর বাড়ি গিয়েছিলেন তা জানতে চেয়ে বীরভূম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে রিপোর্ট চেয়ে পাঠালো রাজ্য স্বাস্থ্য দফতর ৷ দ্রুত সেই রিপোর্ট জমার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন (Health Department Seeks Report as Government Doctor Visit Anubrata House) ৷

অভিযোগ, গরু পাচার মামলায় 10 বার তলব করা হলেও মাত্র একবার দেখা মিলেছে অনুব্রত মণ্ডলের । প্রতিবারই শারীরিক অসুস্থতার কারণে সিবিআই তলব এড়িয়েছেন বীরভূম জেলা সভাপতি কেষ্ট । সোমবার তাঁকে নিজাম প্যালেসে তলব করা হলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি নিজাম প্যালেসের পরিবর্তে উপস্থিত হয়েছিলেন এসএসকেএমে । তবে ভর্তি হওয়ার প্রয়োজন নেই বলেই সাফ জানিয়েছিলেন চিকিৎসকরা । এরপরেই মঙ্গলবার বোলপুর মহকুমা হাসপাতালে 5 সদস্যের একটি চিকিৎসক দল অনুব্রতর বাড়িতে গিয়েছিলেন তাঁকে পরীক্ষা করতে । ওই দলের নেতৃত্বে ছিলেন চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী।

আরও পড়ুন: চিকিৎসার জন্য যেতে পারেন চেন্নাই, শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ অনুব্রতর

এই ঘটনা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরা প্রশ্ন তুলেছে, অনুব্রত কোনও বিধায়ক, সাংসদ বা সরকারি কোনও প্রতিনিধিও নন। তবু তাঁর বাড়িতে সরকারি মেডিক্যাল দল গেল কেন ? এরপরই রাজ্য স্বাস্থ্য দফতর রিপোর্ট তলব করে ৷ দ্রুত রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্যভবন ৷

ABOUT THE AUTHOR

...view details