বীরভূম, 10 অগস্ট: গরুপাচার কাণ্ডে অভিযুক্ত অনুব্রত মণ্ডলের বাড়িতে চিকিৎসক যাওয়ার ঘটনায় নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর ৷ কার অনুমোদনে তাঁরা অনুব্রতর বাড়ি গিয়েছিলেন তা জানতে চেয়ে বীরভূম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে রিপোর্ট চেয়ে পাঠালো রাজ্য স্বাস্থ্য দফতর ৷ দ্রুত সেই রিপোর্ট জমার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন (Health Department Seeks Report as Government Doctor Visit Anubrata House) ৷
অভিযোগ, গরু পাচার মামলায় 10 বার তলব করা হলেও মাত্র একবার দেখা মিলেছে অনুব্রত মণ্ডলের । প্রতিবারই শারীরিক অসুস্থতার কারণে সিবিআই তলব এড়িয়েছেন বীরভূম জেলা সভাপতি কেষ্ট । সোমবার তাঁকে নিজাম প্যালেসে তলব করা হলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি নিজাম প্যালেসের পরিবর্তে উপস্থিত হয়েছিলেন এসএসকেএমে । তবে ভর্তি হওয়ার প্রয়োজন নেই বলেই সাফ জানিয়েছিলেন চিকিৎসকরা । এরপরেই মঙ্গলবার বোলপুর মহকুমা হাসপাতালে 5 সদস্যের একটি চিকিৎসক দল অনুব্রতর বাড়িতে গিয়েছিলেন তাঁকে পরীক্ষা করতে । ওই দলের নেতৃত্বে ছিলেন চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী।