পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Political Murder : খয়রাশোলে বিজেপির বুথ সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধার

বীরভূমের খয়রাশোলে খুন হলেন বিজেপি বুথ সভাপতি ৷ এদিন সকালে ওই বিজেপি নেতার দেহ উদ্ধার হয় হজরতপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ৷ দুবরাজপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

বিজেপি বুথ সভাপতি খুন বীরভূমের খয়রাশোলে
বিজেপি বুথ সভাপতি খুন বীরভূমের খয়রাশোলে

By

Published : Aug 3, 2021, 3:01 PM IST

Updated : Aug 3, 2021, 4:49 PM IST

খয়রাশোল, 3 অগস্ট : হাতা-পা বাঁধা অবস্থায় বিজেপি বুথ সভাপতির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল খয়রাশোলের হজরতপুরে ৷ গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে বিজেপি নেতার দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা ৷ তাঁরাই খবর দেন দুবরাজপুর থানায় ৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ৷ এলাকায় তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে ।

পুলিশ জানায়, মৃতের নাম ইন্দ্রজিৎ সূত্রধর । বয়স আনুমানিক 32 বছর । বিজেপির বক্তব্য, হজরতপুর গ্রামের 46 নম্বর বুথের বুথ সভাপতি ছিলেন ইন্দ্রজিৎ ৷ বিজেপি করার জন্যই তাঁকে হত্যা করা হয়েছে । অপরদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, পরকীয়া সম্পর্কের জেরে এই খুন । এর সঙ্গে কোনও রাজনৈতিক হিংসার সংযোগ নেই ।

দলীয় কর্মীর মৃত্যুর ঘটনায় বীরভূম বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, "ইন্দ্রজিৎ সূত্রধর 46 নম্বর বুথের সভাপতি ছিলেন ৷ রাজনৈতিক হিংসা থেকেই এই খুন ৷ পুরুলিয়ার কায়দায় হত্যা করা হয়েছে ৷ প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে আমাদের বিধায়ক ও আমি ঘটনাস্থলে যাব ৷ নিহত বিজেপির কর্মীর বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করব ৷"

অন্যদিকে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি, এক মহিলার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে গিয়েছিলেন ইন্দ্রজিৎ ৷ তার জেরেই এই খুন৷ পুলিশ সঠিক তদন্ত করেলে বিজেপির অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে ৷

আরও পড়ুন : Malda Rape : পড়শির লালসায় অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির ছাত্রী, থানায় যেতে বাধা মাতব্বরদের !

Last Updated : Aug 3, 2021, 4:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details