বীরভূমে সাধুর ঝুলন্ত দেহ উদ্ধার সিউড়ি, 23 এপ্রিল: সিউড়ির পুরন্দরপুরে বেহিরা কালীতলার বেল গাছ থেকে এক সাধুর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ ৷ রবিবারের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ মৃতের নাম ভুবন মণ্ডল । পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ তবে বিজেপি'র দাবি খুন করা হয়েছে ওই সাধুকে ৷ বিজেপি'র জেলা সভাপতি ধ্রুব সাহা, বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এই ঘটনায় খুনের অভিযোগ তুলেছেন ৷
বীরভূমের সিউড়ি থানার পুরন্দরপুরে বেহিরা কালি মন্দির বহু প্রাচীন ৷ এই মন্দিরেই থাকতেন এক সাধু । নাম ভুবন মণ্ডল ৷ আগে তিনি পাঁচরার বাসিন্দা ছিলেন । এদিন সকালে মন্দির সংলগ্ন একটি বৃহৎ বেল গাছে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় মানুষজন ৷ খবর পেয়ে সিউড়ি থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ৷ দেহটি ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে ।
তবে স্থানীয় বাসিন্দাদের কথায় বেশ কিছু তথ্য জানা গিয়েছে, যা এই সাধুর মৃত্যুর ঘটনায় কিছু প্রশ্ন তুলে দিয়েছে ৷ প্রসঙ্গত, এই মন্দিরে প্রায় সময় এক মহিলা আসতেন ৷ সাধুর মৃত্যুর নেপথ্যে ওই মহিলার কোনও যোগ থাকতে পারে বলেও অভিযোগ উঠছে ৷ যদিও, বিজেপি সরাসরি খুনের অভিযোগ তুলে সরব হয়েছে ৷ ইতিমধ্যেই ওই সাধুর ঝুলন্ত দেহের ছবি দিয়ে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইট করে লিখেছেন, "ঈদের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম সমাবেশে দাঁড়িয়ে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। তাদের কাল্পনিক ভূতের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানাচ্ছেন । তখন বীরভূমের বেহিরা কালিমন্দিরের বাইরে একজন সাধুকে খুন করে ঝুলিয়ে দেওয়া হচ্ছে ৷ তৃণমূল নেতারা এই অপরাধের সঙ্গে জড়িত।"
আরও পড়ুন: গৃহবধূকে কুপিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার প্রেমিক
এই প্রসঙ্গে বিজেপি'র বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা বলেন, "আমাদের মনে হচ্ছে এটা পরিকল্পনা মাফিক খুন । শাসকদলের মদতে এর আগে পুরুলিয়া, হেমতাবাদে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে । পুলিশের উপর আমাদের ভরসা নেই ৷ তাই কেন্দ্রীয় নিরপেক্ষ কোনও এজেন্সির মাধ্যমে এই তদন্ত হোক, আমরা চাই ।" যদিও, এই বিষটিকে আমল দিতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব ৷ তাই তাদের তরফে কেউ কোনও মন্তব্য করতে চাননি ৷