পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যে 70 লাখ কৃষক এক পয়সাও পাননি, অভিযোগ রাজ্যপালের - বীরভূম

রাজ্য সরকার কৃষকদের কোনওরকম সাহায্য করছে না বলে অভিযোগ তুললেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ বলেন, পশ্চিমবঙ্গের 70 লাখ কৃষক এক পয়সাও পাননি ৷

রাজ্যপাল
রাজ্যপাল

By

Published : Feb 6, 2020, 1:21 PM IST

শান্তিনিকেতন, 6 ফেব্রুয়ারি : সারা দেশের কৃষকদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনেক কাজ করলেও পশ্চিমবঙ্গে কৃষকদের জন্য রাজ্য সরকার কিছু করেনি ৷ আজ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে মাঘ মেলার উদ্বোধন করতে গিয়ে এমনই অভিযোগ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷

কৃষকদের সাহায্য করায় প্রধানমন্ত্রীর প্রশংসা করে ধনকড় বলেন, "প্রধানমন্ত্রী দেশের কৃষকদের জন্য অনেক বড় কাজ করেছেন ৷ রাষ্ট্রপতি তাঁর ভাষণে ইঙ্গিত দিয়েছেন, 43 হাজার কোটি টাকা কৃষকদের কাছে পৌঁছেছে ৷ আট কোটি কৃষকের কাছে এই টাকা পৌঁছে গেছে কোনওরকম বিজ্ঞাপন ছাড়াই ৷" কিন্তু, রাজ্য সরকারের তরফে কৃষকদের কোনওরকম সাহায্য না করার অভিযোগ এনে দুঃখপ্রকাশ করেছেন তিনি ৷ বলেন, "পশ্চিমবঙ্গের 70 লাখ কৃষক এক পয়সাও পাননি ৷ আমি খুব দুঃখ পেয়েছি ৷"

আগামীকাল বিধানসভায় রাজ্য বাজেট অধিবেশন রয়েছে ৷ সেখানে বক্তব্য পেশ করবেন রাজ্যপাল ৷ রাজ্য সরকারের তরফে সাধারণত অধিবেশনের জন্য ভাষণ তৈরি করে দেওয়া হয় ৷ তবে স্পষ্টভাবে না জানালেও রাজ্যপাল বুঝিয়ে দিয়েছেন, সরকারের অধিকার যেমন আছে ভাষণ তৈরি করে দেওয়ার, তেমনই তাঁরও সাংবিধানিক অধিকার রয়েছে নিজের মতো বক্তব্য পেশ করার ৷

রাজ্যের কৃষকরা কোনও পয়সা পাচ্ছেন না বলে অভিযোগ করলেন রাজ্যপাল

বক্তব্য পেশ করতে গিয়ে জগদীপ ধনকড় বিশ্বভারতীতে CISF মোতায়েন ও বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনার কথাও তুলে ধরেন ৷ বলেন, "মতাদর্শের পার্থক্য থাকলে কেউ কারও শত্রু হয়ে ওঠে না ৷ বিরোধিতা করা আলাদা ৷ কিন্তু, তা নিয়ে অশান্তি করা ঠিক নয় ৷" বিশ্বভারতীর নিরাপত্তার জন্য কার্যত CISF প্রয়োজন বলেই জানান তিনি ৷ আজকের অনুষ্ঠানে রাজ্যপাল ছাড়াও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ও অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন ৷

ABOUT THE AUTHOR

...view details