মহম্মদবাজার, 17 জুলাই : গালওয়ান সংঘর্ষের পর কেটে গেছে এক মাস । আজ গালওয়ানে শহিদ বীরভূমের রাজেশ ওরাংয়ের বাড়িতে এলেন সস্ত্রীক রাজ্যপাল জাগদীপ ধনকড় । পরিবারের সঙ্গে দেখা করার পর শহিদবেদীতে মাল্যদান করেন তাঁরা । কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে ।
পরে সাংবাদিকদের মুখোমুখি রাজ্যপাল বলেন, "সকল সেনা জওয়ানের পরিবারকে আমরা আমাদের বৃহত্তর পরিবারের সদস্য বলে মনে করি । সেই পরম্পরার সূত্র ধরে আমি ও আমার স্ত্রী রাজেশ ওরাংয়ের পরিবারের সঙ্গে কথা বলেছি । আমাদের যা বলার ছিল আমরা ওঁদের বলে দিয়েছি । আমরা বলেছি, রাজেশ ওরাং বীরভূমকে বীরভূমি করেছেন । উনি দেশের জন্য প্রাণ দিয়েছেন । আমাদের শিখিয়েছেন দেশ সবার আগে ।"
বীরভূম জেলার ঐতিহাসিক গুরুত্ব নিয়ে বলতে গিয়ে অমর্ত্য সেনের প্রসঙ্গ তুলে ধরেন রাজ্যপাল । বলেন, "এই ভূমিতে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন । এখানে জন্মেছিলেন এক নোবেলজয়ী । এখানেই জন্মেছেন আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীও । এই মাটি অনেক বীর সন্তানের জন্ম দিয়েছে । এই ভূমিতে গীতগোবিন্দ লেখা হয়েছে । এই ভূমিকে আরও গর্বিত করেছে রাজেশ ।"
গ্রামবাসীর উদ্দেশে রাজ্যপালের পরামর্শ, ''রাজেশ ওরাংকে আপনারা পথ প্রদর্শক মানুন । উনি আমাদের কাছে অনুপ্রেরণা । এই পরিবারের জন্য সবাই নিজের মাথা উঁচু করে রাখুন । এই পরিবার হয়তো একজন সন্তান হারিয়েছে, ভাই হারিয়েছে কিন্তু এই পরিবার বীর সন্তানের জন্ম দিয়েছে, যে দেশের জন্য প্রাণ দিয়েছে ।''
রাজেশ ওরাংয়ের বাড়ি থেকে বীরভূমবাসী তথা রাজ্যবাসীর উদ্দেশে কোরোনা নিয়ে বার্তা দেন রাজ্যপাল । বলেন, "আজ সারা বিশ্ব কোরোনা নিয়ে সমস্যায় রয়েছে । কোরোনা কাউকে ছাড়েনি । আমি হাতজোড় করে অনুরোধ করছি, দয়া করে মাস্ক পরুন । সামাজিক দূরত্ব বজায় রাখুন । বুদ্ধিমান লোকজনই যদি মাস্ক না পরে, তাহলে সেটা চিন্তার বিষয় । শুধু রাজ্যের নয়, সবার জন্য ।"