ইলামবাজার, 20 ফেব্রুয়ারি:দুই পরিবারের বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত ইলামবাজারের ঘুড়িষ্যা গ্রাম (Dispute Between Two Families in Birbhum) ৷ অগ্নি সংযোগ করা হয় এক মহিলার বাড়িতে । এই ঘটনায় গুরুত্বর জখম 5 জন। দমকলের দু’টি ইঞ্জিন এসে আগুন নেভায় ৷ খবর পেয়ে অতিরিক্ত জেলা পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশবাহিনী ঘটনাস্থলে আসে ৷
স্থানীয় সূত্রে খবর, ইলামবাজার থানার ঘুড়িষ্যা গ্রামের ফকিরপাড়ার এই দুই পরিবারের মধ্যে বিবাদ দীর্ঘ দিন ধরে ৷ এদিন, সকাল থেকে নাজিরা বিবির দুই সন্তান কাবিবুল শা ও সানিয়া খাতুনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে অভিযোগ । জাসমিন বিবির পরিবারের পক্ষ থেকে অপহরণ করেছে বলে অভিযোগ ওঠে ৷ আর তা থেকেই শুরু হয় বচসা । সেই বচসা আকার নেয় সংঘর্ষে ৷ এরপরেই নাজিরা বিবির বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে জাসমিন বিবির পরিবারের পক্ষ থেকে ৷ এরপরেই বাঁশ-শাবল নিয়ে নাজিরা বিবির বাড়িতে চড়াও হয় জেসমিন বিবির পরিবারের লোকজন ৷