পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বীরভূমে পুলিশের উদ্যোগে বিনামূল্যে খোলাবাজার - বীরভূম পুলিশ

মহম্মদবাজার থানা এলাকায় বেশিরভাগই আদিবাসী অধ্যুষিত গ্রাম রয়েছে। সেই গ্রামগুলিতে মানুষজন খাদ্য সংকটে রয়েছেন। এই সংকট কাটাতে এবার অন্নদাতার ভূমিকায় বীরভূম পুলিশ ৷

birbhum
মহম্মদবাজার থানা

By

Published : Apr 30, 2020, 8:16 PM IST

বীরভূম,৩০ এপ্রিল : লকডাউনের অসুবিধায় পড়েছে দুস্থ মানুষেরা ৷ তাঁদের সাহায্য করতে বিভিন্ন সময়ে এগিয়ে এসেছেন অনেকেই ৷ এবার তাঁদের অন্নদাতার ভূমিকায় বীরভূম পুলিশ ৷ আজ থেকে বীরভূমের মহম্মদবাজার থানার উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে শুরু হয়েছে দুঃস্থ মানুষদের জন্য বিনামূল্যের বাজার। পাশাপাশি এই সকল মানুষদের বিনোদনের জন্য গান গাইলেন পুলিশ কর্মীরা ৷ জানা গিয়েছে, জেলার প্রতিটি থানার উদ্যোগে লকডাউন চলাকালীন বিনামূল্যে দুস্থদের জন্য বাজার খুলছে পুলিশ।

কোরোনা ভাইরাসের সংক্রমণে রুখতে চলছে লকডাউন। এই লকডাউনে বহু মানুষ খাদ্য সংকটে পড়েছেন । তবে এই সংকট কাটাতে পাশে দাঁড়াচ্ছে বিভিন্ন বেসরকারি সংস্থা, স্বেচ্ছাসেবী সংস্থা সহ রাজনৈতিক দলগুলি। বিলি করা হচ্ছে চাল, ডাল, তেল, মশলা, সাবান প্রভৃতি প্রয়োজনীয় সামগ্রী । এবার দুস্থ মানুষজনের সহযোগিতার জন্য বিনামূল্যে খোলা বাজার করা হল। বীরভূম পুলিশের উদ্যোগে আজ বীরভূমের মহম্মদবাজার থানার মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ছোটো ছোটো স্টল করা হয়। এলাকার দুস্থ মানুষজন আসছেন বাজারে। রাখা রয়েছে ব্যাগ, সেই ব্যাগ নিয়ে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এক একটি স্টলে গিয়ে নিচ্ছেন মানুষজন। পুলিশকর্মীরাই তাদের হাতে তুলে দিচ্ছেন প্রয়োজনীয় সামগ্রী।

মহম্মদবাজার থানা এলাকায় বেশিরভাগই আদিবাসী অধ্যুষিত গ্রাম রয়েছে। সেই গ্রামগুলিতে মানুষজন খাদ্য সংকটে রয়েছেন। এই সংকট কাটাতে পুলিশের এই উদ্যোগ বলে জানিয়েছেন পুলিশ কর্তারা। জানা গিয়েছে, জেলার প্রতিটি থানা এলাকায় এইরকম বিনামূল্যে খোলা বাজার করা হবে। লকডাউন যতদিন চলবে ততদিন থাকবেই বাজার। বিষয়টি নিয়ে জেলা পুলিশ সুপার শ্যাম সিং বলেন, " মানুষের পাশে দাঁড়াতেই পুলিশের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে।"

ABOUT THE AUTHOR

...view details