বোলপুর, 1 অগস্ট: গরুপাচার মামলায় এবার বোলপুর পৌরসভার চেয়ারপার্সন-সহ 3 তৃণমূল নেতাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী 4 অগস্ট তাদের দিল্লিতে ইডির দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে । বোলপুর পৌরসভার চেয়ারপার্সন পর্ণা ঘোষ-সহ বীরভূম জেলা কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ ও দুই কাউন্সিলর ওমর শেখ, বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় ওরফে মুনকে তলব করা হয়েছে ।
মঙ্গলবার ইডি সূত্রে জানা গিয়েছে, এই চারজনের নামে ও বেনামে বিপুল সম্পত্তির হদিশ মিলেছে ৷ এই মামলায় ইডি-র করা কেসে বর্তমানে দিল্লির তিহাড় জেলে বন্দি রয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । এই মামলার তদন্ত আরও এগিয়ে নিয়ে যেতেই এবার অনুব্রত ঘনিষ্ঠদের সম্পত্তি নিয়ে তদন্তে জোর দিচ্ছে ইডি ৷
অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ সুদীপ্ত ঘোষ । তাঁকে তৃণমূলের জেলা সম্পাদক পদে বসিয়েছিলেন অনুব্রত মণ্ডল । বর্তমানে তিনি জেলা কোর কমিটির 9 জন সদস্যের মধ্যে একজন ৷ তাঁর স্ত্রী হলেন পর্ণা ঘোষ । তিনি বোলপুর পৌরসভার চেয়ারপার্সন । তাঁকেও এই পদে বসিয়েছিলেন অনুব্রত । এছাড়া, বোলপুর পৌরসভার দুই কাউন্সিলর ওমর শেখ ও বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়কেও ডেকে পাঠিয়েছে ইডি ।
আরও পড়ুন: উলুবেড়িয়ার বিডিওকে সাসপেন্ডের সুপারিশের বিরুদ্ধে আপিল সিঙ্গল বেঞ্চে ফেরত ডিভিশন বেঞ্চের
এদের বেশির ভাগ সময়ই অনুব্রত মণ্ডলের বোলপুরের নীচুপট্টির বাড়ি ও দলীয় কার্যালয়ে দেখা যেত । এক কথায় এই দুই কাউন্সিলর অনুব্রতর ছায়াসঙ্গী ছিলেন ৷ এর আগেও সুদীপ্ত ঘোষ-সহ এই দুই কাউন্সিলরকে কলকাতার নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই ও ইডি । এমনকি, দিল্লিতে ডেকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে । ফের তাদের তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । তবে বোলপুর পৌরসভার চেয়ারপার্সন পর্ণা ঘোষকে এই প্রথম তলব করল ইডি ৷
আরও পড়ুন: এক বছর গ্রামের একমাত্র পানীয় জলের কল অকেজো, 3 সপ্তাহের মধ্যে সমাধানের নির্দেশ হাইকোর্টের
৪ অগস্ট তাঁদের দিল্লিতে ইডির দফতরে হাজিরার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । ইডি সূত্রে জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের পর গ্রেফতার হওয়া তাঁর হিসাবরক্ষক মণিশ কোঠারী ও মেয়ে সুকন্যা মণ্ডলের কাছ থেকে মিলেছে বহু তথ্য । তাতে এই 4 জনের নামে-বেনামে একাধিক সম্পত্তির তথ্য এসেছে ইডি-র অফিসারদের হাতে । জমি, রিসর্ট, বাড়ি, আবাসন, শপিংমল, ব্যাঙ্কে নগদ টাকা প্রভৃতি একাধিক সম্পত্তির নথি মিলেছে । তাই তাঁদের ডেকে জিজ্ঞাসাবাদ করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসারেরা ৷ যদিও, এই প্রসঙ্গে কোনও মন্তব্য করতে রাজি হননি এই তৃণমূল নেতা-নেত্রীরা ৷