বীরভূম , 20 মে : বীরভূম জেলায় কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে । নতুন করে আজ চারজন কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বীরভূমে । এর মধ্যে তিন বছরের শিশুও রয়েছে ৷ এভাবে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় রীতিমতো চিন্তিত প্রশাসন ।
বীরভূমে বাড়ছে কোরোনা সংক্রমণ, আরও চারজনের রিপোর্ট পজ়িটিভ - কোরোনাভাইরাস আপডেট
বীরভূমে মোট কোরোনায় আক্রান্ত হয়েছেন 20 জন ৷ তার মধ্যে ছয়জন সুস্থ হয়ে ফিরেছেন ৷ আজ আবার নতুন করে চারজন কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর ৷ তাঁদের মধ্যে একজন তিন বছরের শিশু রয়েছে ৷
কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দীর্ঘদিন ধরে চলছে লকডাউন । দীর্ঘদিন গ্রিন জ়োনে ছিল বীরভূম জেলা । সদ্য অরেঞ্জ জ়োনে হিসাবে চিহ্নিত করা হয়েছে বীরভূম জেলাকে । পরিযায়ী শ্রমিকেরা যত ফিরছেন জেলায় কোরোনা ভাইরাসের সংক্রমণ তত বাড়ছে । এই নিয়ে মোট 20 জন ভাইরাসে আক্রান্ত বীরভূম জেলায় । তার মধ্যে ছয়জন সুস্থ হয়ে ফিরেছেন ৷ আজ আবার নতুন করে চারজন কোরোনা ভাইরাসে আক্রান্ত হন । তিন বছরের একজন শিশুসহ চারজনের রিপোর্ট আজ পজ়িটিভ আসে । তাঁদের সকলের বাড়ি নানুর থানা এলাকায় ।
জানা গেছে , আপাতত বন্ধ হয়ে গিয়েছে বোলপুর মহকুমা হাসপাতালে ডায়ালিসিস বিভাগ । কারণ ডায়ালিসিস করতে এসে আক্রান্ত হয়েছেন একজন । এমনকী, বীরভূমের হাসপাতালগুলিতে মানুষজন যেতে ভয় পাচ্ছেন । বীরভূমে কোরোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় রীতিমতো চিন্তায় রয়েছে প্রশাসন । তবে প্রশাসনের তরফে সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছে । ত্রাণ শিবির , কোয়ারানটিন সেন্টার পর্যাপ্ত পরিমাণে রাখা হয়েছে । ব়্যাপিড টেস্টের মাধ্যমে চলছে লালা রস পরীক্ষা ।