পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বীরভূমে কোরোনা আক্রান্ত আরও 4 - কোরোনা আক্রান্ত

রবিবার যে চারজনের শরীরে নতুন করে কোরোনা সংক্রমণ ধরা পড়েছে তাঁদের মধ্যে নলহাটি দু' নম্বর ব্লকের এক পরিযায়ী শ্রমিক রয়েছেন। যিনি চেন্নাই থেকে সাইকেলে বাড়ি ফিরেছিলেন। অন্যদিকে ময়ূরেশ্বর ব্লকের তিনজন রয়েছেন । যাঁদের মধ্যে একজন পরিযায়ী শ্রমিক ।

corona
কোরোনা

By

Published : May 18, 2020, 9:46 PM IST

সিউড়ি, 18 মে: বীরভূমে আরও চার জন বাসিন্দা কোরোনায় আক্রান্ত হলেন । এর আগে জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা ছিল সাত । বর্তমানে তা বেড়ে হল 11 । যদিও প্রথম সাতজনের মধ্যে ছ'জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । অর্থাৎ বর্তমানে জেলায় মোট অ্যাক্টিভ সংক্রমণের সংখ্যা পাঁচ ।

বীরভূমের চারজন ছাড়াও পূর্ব বর্ধমানের আউসগ্রামের আরও এক যুবকের শরীরে কোরোনা সংক্রমণ ধরা পড়েছে । যে যুবক মাসখানেক আগেই বোলপুর সাব-ডিভিশনাল হাসপাতালে ডায়ালিসিস করাতে এসেছিলেন। তাঁর শরীরে কোরোনা সংক্রমণ ধরা পড়ায় বোলপুর হাসপাতালের ডায়ালিসিস বিভাগ আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। ওই রোগীর চিকিৎসার সঙ্গে যুক্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আইসোলেশনে পাঠানো হয়েছে।

রবিবার যে চারজনের শরীরে নতুন করে কোরোনা সংক্রমণ ধরা পড়েছে তাঁদের মধ্যে নলহাটি দু' নম্বর ব্লকের এক পরিযায়ী শ্রমিক রয়েছেন। যিনি চেন্নাই থেকে সাইকেলে বাড়ি ফিরেছিলেন। অন্যদিকে ময়ূরেশ্বর ব্লকের 3 জন রয়েছেন । যাঁদের মধ্যে একজন পরিযায়ী শ্রমিক । যিনি বাড়ি ফিরেছিলেন মধ্যপ্রদেশ থেকে। আরও এক যুবকের শরীরে সংক্রমণ ধরা পড়েছে । তিনি কলকাতার SSKM হাসপাতাল থেকে বাবার চিকিৎসা করিয়ে ফিরেছিলেন । আর এছাড়াও নতুন করে এই সংক্রমণের তালিকায় রয়েছেন রামপুরহাট মেডিকেল কলেজের একজন নার্স।

ABOUT THE AUTHOR

...view details