বোলপুর, 25 এপ্রিল: নোবেলজয়ী, 'ভারতরত্ন' অমর্ত্য সেনকে নির্যাতন দেশদ্রোহিতা, এই অভিযোগে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী-সহ বিশ্ববিদ্যালয়ের কর্মসচিব ও জনসংযোগ আধিকারিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিশ্বভারতীর প্রাক্তন এক ছাত্রী ৷ দেশদ্রোহী আইনে ব্যবস্থা নেওয়ার দাবিতে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিশ্বভারতীর প্রাক্তনী তৃষারানি ভট্টাচার্য ৷ সঙ্গীত ভবনের ওই প্রাক্তন ছাত্রী জানান, একজন ভারতরত্নকে জমি দখলকারী, জমি কব্জাকারী বলা যায় না ।
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন জমি দখল করে রেখেছেন, এই অভিযোগ তুলে একাধিকবার বেনজির ভাবে আক্রমণ করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ । শুধু তাই নয়, অমর্ত্য সেনকে উচ্ছেদের হুঁশিয়ারি দিয়ে শান্তিনিকেতনে তাঁর 'প্রতীচী' বাড়িতে নোটিশ লাগিয়ে দেওয়া হয়েছে । এছাড়া, সংবাদমাধ্যম-সহ বেশকিছু জায়গায় বিশ্বভারতী কর্তৃপক্ষ ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী 'ভারতরত্ন' অমর্ত্য সেনকে 'জমি দখলকারী', 'জমি কব্জাকারী', জমি হরফকারী' বলে বেনজির আক্রমণ করেছেন ৷ যা নিয়ে নিন্দার ঝড় উঠেছে সর্বত্র । ইতিমধ্যেই বিদ্বজনেরা পাঁশে দাঁড়িয়েছেন অমর্ত্য সেনের ৷
এ বার বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী-সহ ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাত ও ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ তুলে সরব হলেন এক প্রাক্তন ছাত্রী ৷ বিশ্বভারতীর সঙ্গীতভবনের কথাকলি বিভাগের প্রাক্তন ছাত্রী তৃষারানি ভট্টাচার্য এ দিন শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ।