কীর্ণাহার, 25 জুন : "দিলীপ ঘোষ (BJP MP Dilip Ghosh) বলেছিলেন গরুর দুধে সোনা আছে, ওই লোভে বিজেপিতে (BJP) গিয়েছিলাম", বিজেপি ছেড়ে তৃণমূলে (Trinamool Congress) যোগ দিয়ে একথা বললেন নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা ৷ শুক্রবার প্রকাশ্য মঞ্চ থেকে এমনই ব্যাঙ্গাত্মক স্বীকারোক্তি দেন তিনি । 2021 সালে বিধানসভা নির্বাচনের (Bengal Assembly Elections 2021) আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন একদা অনুব্রত মণ্ডল (TMC Leader Anubrata Mandal) ঘনিষ্ঠ এই নেতা ।
2011 সালে রাজ্যে পালাবদলের সময় বামদূর্গ নানুরে তৃণমূলের টিকিটে জয়লাভ করেন গদাধর হাজরা । 2016 সালে সিপিআইএম (CPIM) প্রার্থী শ্যামলী প্রধানের কাছে পরাজিত হন তিনি ৷ দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ওই হার বলে অভিযোগ উঠেছিল ৷ এরপর অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ এই গদাধর হাজরাকে তৃণমূলের বীরভূম জেলা যুব সভাপতি করা হয় ৷
2021 সালে বিধানসভা নির্বাচনের আগে দিল্লিতে গিয়ে কৈলাস বিজয়বর্গীয় হাত ধরে বিজেপিতে যোগ দেন তিনি ৷ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর অনেকবারই অনুব্রত মণ্ডলের বাড়িতে দেখা গিয়েছে গদাধর হাজরাকে ৷ তখন থেকেই ফের তৃণমূলে ফেরার জল্পনা ছিল ।