পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Elephant Tranquillized : পাড়ুইতে ঘুমপাড়ানি গুলিতে কাবু দলছুট দাঁতাল, আহত এক বনকর্মী - বীরভূমে দাঁতাল

দলছুট হয়ে কী ভাবে যেন দাঁতালটি বীরভূমের পাড়ুইতে ঢুকে পড়েছিল ৷ তাকে কাবু করতে ঘুমপাড়ানি গুলি করতে হল ৷ পরে ক্রেন দিয়ে তুলে নিয়ে যান বন দফতরের কর্মীরা (Elephant Tranquillized) ৷

Elephant in Panrui Birbhum
পাড়ুইয়ে দাঁতাল

By

Published : May 1, 2022, 1:42 PM IST

পাড়ুই, 1 মে : বর্ধমান থেকে অজয় নদ পার হয়ে বীরভূমে ঢুকে পড়ে দলছুট একটি দাঁতাল ৷ তাকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করা হয় ৷ সেই সময় জখম হন বন দফতরের এক কর্মী (Forest Department tranquillizes an elephant in Panrui Birbhum) ৷

30 এপ্রিল দুপুরে বর্ধমান থেকে অজয় নদ পার হয়ে বীরভূমের লোবা অঞ্চলে ঢুকে পড়ে পূর্ণবয়স্ক একটি দলছুট দাঁতাল ৷ পরে পাড়ুইয়ের দিকে চলে আসে হাতিটি ৷ পাড়ুইয়ের অবিনাশপুর এলাকায় হাতিটিকে ঘুমপাড়ানি গুলি করেন বন দফতরের কর্মীরা ৷ সেই সময় জখম হন এক কর্মীও ৷ তাঁকে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করানো হয় ৷

আরও পড়ুন : Elephant Bath : চাঁদিফাটা গরমে থেকে আরাম পেতে পুকুরে ডুব রামলালের

ঘুমন্ত হাতিটিকে উদ্ধার করে ক্রেনে করে তুলে নিয়ে যাওয়া হয় ৷ জানা গিয়েছে, শুশ্রূষা করে বাঁকুড়া অথবা দলমার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে দাঁতালটিকে ৷

ABOUT THE AUTHOR

...view details