পাড়ুই, 1 মে : বর্ধমান থেকে অজয় নদ পার হয়ে বীরভূমে ঢুকে পড়ে দলছুট একটি দাঁতাল ৷ তাকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করা হয় ৷ সেই সময় জখম হন বন দফতরের এক কর্মী (Forest Department tranquillizes an elephant in Panrui Birbhum) ৷
30 এপ্রিল দুপুরে বর্ধমান থেকে অজয় নদ পার হয়ে বীরভূমের লোবা অঞ্চলে ঢুকে পড়ে পূর্ণবয়স্ক একটি দলছুট দাঁতাল ৷ পরে পাড়ুইয়ের দিকে চলে আসে হাতিটি ৷ পাড়ুইয়ের অবিনাশপুর এলাকায় হাতিটিকে ঘুমপাড়ানি গুলি করেন বন দফতরের কর্মীরা ৷ সেই সময় জখম হন এক কর্মীও ৷ তাঁকে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করানো হয় ৷