দুবরাজপুর, ১৩ জুন: খয়রাশোলে বিজেপি নেতাকে খুনের অভিযোগে চার মহিলা সহ পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ । ধৃতদের দুবরাজপুর আদালতে তোলা হয় । ধৃতদের মধ্যে একজনকে পুলিশ হেফাজত ও ৪ জনকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক ।
১২ জুন রাতে খয়রাশোলের নবশন গ্রামে বিজেপির মণ্ডল সহ-সভাপতি মিঠুন বাগদিকে পিটিয়ে ও কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে ৷ এই ঘটনায় আজ কাঁকরতলা থানার পুলিশ সুন্দরি বাগদি, লক্ষ্ণী বাগদি, কল্পনা বাগদি, প্রতিমা বাগদি সহ অনিল বাগদিকে গ্রেফতার করে । অনিল বাগদিকে পাঁচদিন পুলিশ হেফাজত সহ চার মহিলাকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক ।