সিউড়ি, 30 এপ্রিল :নলহাটিতে চিকিৎসক মদনলাল চৌধুরী খুনের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ । কিন্তু খুনের কারণ সম্পর্কে স্পষ্ট করে এখনই কিছু বলতে পারছে না পুলিশ । ধৃতদের সোমবার রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে বলে জানান বীরভূমের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় ।
প্রসঙ্গত, চলতি বছরের 24 মার্চ দুপুরে বীরভূমের নলহাটি পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের রেলগেট সংলগ্ন নিজের বাড়ি থেকে চিকিৎসক মদনলাল চৌধুরীর হাত পা বাঁধা রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ । খবর পেয়ে কলকাতা থেকে চিকিৎসকের ছেলে মলয় চৌধুরী বাড়ি ফিরে খুনের অভিযোগ দায়ের করেন । পুলিশ তদন্তে নেমে অভিযুক্তদের ধরতে সিসিটিভির সাহায্য নেওয়ার চেষ্টা করে । কিন্তু ঘটনার আগে ও পরে সিসিটিভি অকেজো থাকায় তদন্তে বেগ পেতে হয় পুলিশকে ।
বীরভূম জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় রবিবার সাংবাদিক সম্মেলন করে জানান,"খুনের পর অভিযুক্তদের ধরতে সদর অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে চারটে দল গঠন করা হয় । একটি দল মৃত চিকিৎসকের জমি, বাড়ি, ব্যাঙ্ক সংক্রান্ত নথি সংগ্রহ করে । অন্য দল কয়েকজনের গতিবিধির উপর নজর রাখে। একটি দল মোবাইলের কথোপকথনের উপর নজর রাখে । এরপর মৃতদেহ উদ্ধার হওয়া ঘরটি তদন্তের জন্য ফরেনসিক এক্সপার্টদের হাতে দেওয়া হয় । তারা আঙুল ও পায়ের ছাপ এবং অন্যান্য নমুনা সংগ্রহ করে ।"