বোলপুর, 17 অক্টোবর: 17 মাস ধরে মেলেনি বেতন ! এমনটাই অভিযোগ মৎস দফতরের কর্মীদের ৷ তাই পুজোর মুখে বেতন চেয়ে মৎস দফতরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন তাঁরা ৷ ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুরে ৷ জানা গিয়েছে, 2014 সালে মৎস দফতরে 46 জন অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়েছিল । অভিযোগ, নিয়োগের পর বেতন পেলেও গত 17 মাস তাদের বেতন বন্ধ রয়েছে কর্মীদের । তাই হাতে পোস্টার নিয়ে মঙ্গলবার বিক্ষোভ দেখান তাঁরা ৷ বোলপুরের বিধায়ক তথা তৎকালীন রাজ্যের মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহের সময়কালে ওই 46 জন অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়েছিল বলে খবর । 2014 সাল থেকে মৎস্য বিভাগের বোলপুরের বল্লভপুর দফতরে কর্মরত তাঁরা ।
আর মাত্র কয়েকদিন বাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসবের ৷ তার প্রাক্কালে বেতন না পেয়ে চরম সমস্যায় পড়েছেন মৎস্য দফতরের এইসব কর্মীরা ৷ এ দিন মৎস দফতরে সমস্ত কাজ বন্ধ করে দিয়ে বাইরে বসে বিক্ষোভ দেখান তাঁরা ৷ কর্মীদের দাবি, পুজোর আগে বেতন না পেলে মৎস্য দফতরের সমস্ত কাজ বন্ধ থাকবে ৷ মৎস্য দফতরের কর্মী দীপাঞ্জন মণ্ডল বলেন, "আজ 17 মাস হল বেতন পাচ্ছি না । আমাদের সবার পরিবার আছে ৷ পুজোর আগে বেতন নেই ৷ কী করব বুঝতে পারছি না ৷ বহুবার বলেছি তাও কাজ হচ্ছে না ৷ তাই সব কাজ বন্ধ করে দিয়ে তালা ঝুলিয়ে দিয়েছি ৷ আমরা শ্রম দিয়েছি, তার টাকা কই ৷ পুজোর আগে আমাদের প্রাপ্য টাকা দিক, বোনাস দেওয়া তো দূরের কথা ।"